
নিউইয়র্ক প্রতিনিধি : নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) বাংলাদেশি-আমেরিকানদের উপস্থিতি দিন দিন দৃঢ় হচ্ছে, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির জন্য এক বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এই অগ্রযাত্রার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে Bangladeshi American Police Association (BAPA)—একটি সংগঠন যা বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসারদের একত্রিত করে নেতৃত্ব, প্রশিক্ষণ ও কমিউনিটি সাপোর্টের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে কাজ করছে।
সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, NYPD–এর ৩৩ হাজারেরও বেশি ইউনিফর্মড কর্মকর্তার মধ্যে এক হাজারেরও বেশি অফিসার বাংলাদেশি, পাশাপাশি ১,৫০০-এর বেশি সিভিলিয়ান সদস্য পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করছেন। নেতৃত্বস্থানীয় পদেও বাংলাদেশিদের উত্থান লক্ষ্য করা গেছে। ভেরিফায়েড তথ্য অনুযায়ী বর্তমানে NYPD–তে ৮২ জন সার্জেন্ট, ২০ জন লেফটেন্যান্ট এবং ৪ জন ইনস্পেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন, যা নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের বিষয়।
বিশ্লেষণে উঠে এসেছে, অনেক বাংলাদেশি প্রথমে NYPD–এর স্কুল সেফটি এজেন্ট বা ট্রাফিক এজেন্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন, যেখানে নাগরিকত্ব বাধ্যতামূলক নয়। পরবর্তীতে সিটিজেনশিপ পাওয়ার পর তারা পুলিশ একাডেমিতে যোগ দেন এবং অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই ধারাবাহিকতাকে এখন “Bangladeshi-American Police Pipeline” হিসেবে অভিহিত করা হচ্ছে। BAPA নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানদের পুলিশ বাহিনীতে যোগদানের পথ আরও সহজ করতে মেন্টরশিপ, কোচিং এবং ক্যারিয়ার নির্দেশনা প্রদান করছে।
২০২৫ সালের জুলাইয়ে দায়িত্ব পালনকালে পার্ক অ্যাভিনিউর একটি ভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত NYPD অফিসার দিদারুল ইসলামকে কেন্দ্র করে পুরো কমিউনিটি শোকাহত হয়। তার মৃত্যু বাংলাদেশি-আমেরিকানদের অবদান ও আত্মত্যাগকে সামনে নিয়ে আসে। BAPA তার স্মরণে বিশেষ মেন্টরশিপ কর্মসূচি চালুর উদ্যোগ নেয়, যা ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।
বর্তমানে বাংলাদেশি পুলিশ সদস্যরা শুধুমাত্র সংখ্যায় নয়; বরং নেতৃত্ব, কমিউনিটি সেফটি, প্যাট্রল ইউনিট এবং কাউন্টার টেরোরিজমসহ গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করছেন। ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি তরুণ NYPD–তে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। BAPA–র লক্ষ্য শুধু চাকরি নিশ্চিত করা নয়, বরং নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের মূলধারার আইন প্রয়োগকারী বাহিনীতে বাংলাদেশি কমিউনিটির পরিচিতি ও মর্যাদা আরও সুদৃঢ় করা।
এই সাফল্য শুধু একজন বা কয়েকজন কর্মকর্তা নয়—বরং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সম্মিলিত অর্জন। BAPA–র নেতৃত্বে বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণরা এখন NYPD–তে ক্যারিয়ার গড়ার দিকে আরও আগ্রহী হচ্ছে, যা আগামী দিনে বাংলাদেশি-আমেরিকানদের উপস্থিতি ও নেতৃত্বকে আরও বিস্তৃত করবে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।