
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে একজনকে হত্যা এবং অপরজনকে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত আফগান অভিবাসী রাহমানুল্লাহ লাকানওয়াল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। ২০২৪ সালের একটি কেস ওয়ার্কারের ইমেইলে জানা গেছে, তিনি সপ্তাহের পর সপ্তাহ নিজ ঘরে অন্ধকারে একা থাকতেন এবং মানসিক অস্থিরতায় ভুগতেন।
কেস ওয়ার্কার লিখেছেন, “তিনি প্রায়ই অন্ধকার ঘরে একা থাকতেন এবং পরিবার বা সমাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলতেন।” লাকানওয়াল ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন, যেখানে তিনি মার্কিন সেনাবাহিনীর সঙ্গে কাজ করেছিলেন।
গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে সারাহ বেকস্ট্রম (২০) নিহত এবং অ্যান্ড্রু উলফ (২৪) গুরুতর আহত হন। লাকানওয়াল পরিকল্পিতভাবে “অ্যামবুশ” চালিয়ে এই হামলা করেন।
হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, “লাকানওয়াল যুক্তরাষ্ট্রে আসার পরই উগ্রপন্থায় প্রভাবিত হন, যা তার স্থানীয় কমিউনিটির মাধ্যমে ঘটেছে।” কংগ্রেসে এই ঘটনার পর অভিবাসন নীতিমালা ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এই ঘটনার মাধ্যমে অভিবাসীদের মানসিক স্বাস্থ্য, পুনর্বাসন ব্যবস্থার কার্যকারিতা এবং জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা এখন লাকানওয়ালের অতীত জীবন, যোগাযোগ এবং মানসিক অবস্থা ঘিরে বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছেন।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।