
মুহাম্মদ সোহেল রানা, আমেরিকা বাংলা ডেস্কঃ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সম্প্রতি এক চরম বিতর্কিত ও নিন্দিত মন্তব্য করে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, যদি জাতিসংঘ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (PA) শীর্ষ কর্মকর্তাদের “টার্গেট করে হত্যা” করা উচিত।
সোমবার (১৭ নভেম্বর) ইসরায়েলি পার্লামেন্ট কনেসেটে তার ওত্সমা ইয়েহুদিত পার্টির বৈঠকে বেন-গভির বলেন: “তারা সন্ত্রাসী, তাদের হত্যা করা উচিত”। তিনি আরও বলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেপ্তার করা উচিত, যদি রাষ্ট্র স্বীকৃতি এগিয়ে যায়। বেন-গভিরের এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে ভোটের প্রস্তুতি চলছে। এই পরিকল্পনায় একটি “বিশ্বাসযোগ্য পথ” উল্লেখ রয়েছে, যা ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা তৈরি করতে পারে।
বেন-গভিরের মন্তব্যকে মানবাধিকার লঙ্ঘনের হুমকি হিসেবে দেখছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক ও মানবাধিকার সংস্থা। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো এই বক্তব্যকে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে অভিহিত করেছে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর মতো সংস্থাগুলো বলছে, সরকারি পর্যায়ে এমন হত্যার হুমকি আন্তর্জাতিক অপরাধের শামিল হতে পারে।
বেন-গভির দীর্ঘদিন ধরে ডানপন্থী উগ্র মতবাদ প্রচার করে আসছেন। তার এই বক্তব্য ইসরায়েলের অভ্যন্তরেও বিভাজন ও বিতর্ক সৃষ্টি করেছে। অনেকে বলছেন, এই ধরনের মন্তব্য ইসরায়েলের গণতান্ত্রিক ভাবমূর্তি ও আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইসরায়েলের বিরোধী দলগুলো এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে একঘরে করে দিতে পারে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে এসেছে। এই ধরনের হুমকি আন্তর্জাতিক শান্তি ও মানবাধিকারের জন্য উদ্বেগজনক। বিশ্বজুড়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আন্দোলন এখন আরও জটিল হয়ে উঠছে, যেখানে রাজনৈতিক হুমকি ও সামরিক আগ্রাসন একত্রে কাজ করছে।
বেন-গভিরের মন্তব্য শুধু ইসরায়েল-ফিলিস্তিন সংকটকেই নয়, আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যকেও চ্যালেঞ্জ করছে।জাতিসংঘের আসন্ন ভোট এবং এর পরবর্তী প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।