
মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কো রুবিও নেতৃত্বাধীন আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলা হলেও, চূড়ান্ত শান্তি চুক্তির জন্য আরও অগ্রগতি প্রয়োজন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
ফ্লোরিডার হ্যালান্ডেল বিচে চার ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল: মার্কো রুবিও, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার । ইউক্রেনের প্রতিনিধি দল: জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রুস্তেম উমেরভের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
রুবিও বলেন, “আমরা আজ কিছু গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছি, তবে যুদ্ধ বন্ধের শর্তাবলীর পাশাপাশি ইউক্রেনের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়েও কাজ করতে হবে।” আলোচনায় রাশিয়ার পক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়টি উঠে আসে। উইটকফ আগামী সপ্তাহে মস্কো সফরে যাবেন, যেখানে রুশ নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা হবে।
ইউক্রেনের প্রধান আলোচক পদে আন্দ্রেই ইয়ারমাকের পরিবর্তে রুস্তেম উমেরভ দায়িত্ব নিয়েছেন, ইয়ারমাক দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন। আলোচনার প্রাথমিক খসড়া নিয়ে সমালোচনাও রয়েছে, কারণ কিছু পর্যবেক্ষক মনে করছেন এটি রাশিয়ার পক্ষপাতী।
এই আলোচনার মাধ্যমে একটি সম্ভাব্য শান্তি চুক্তির ভিত্তি তৈরি হলেও, বাস্তবায়নের পথে রয়েছে বহু জটিলতা ও কূটনৈতিক সমন্বয়ের প্রয়োজন।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।