
নুরুল্লাহ সাঈদ । আটলান্টা: যুক্তরাষ্ট্র জর্জিয়া বিএনপির উদ্যোগে পোস্টাল অ্যাপ বিডি মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন বিষয়ে একটি সচেতনতামূলক কর্মশালা আটলান্টার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার তথ্য হালনাগাদ, অনলাইন রেজিস্ট্রেশনের ধাপসমূহ এবং নতুন পোস্টাল অ্যাপ ব্যবহারের নিয়ম বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

উপস্থিত ছিলেন নেতৃবৃন্দঃ
- নাহিদুল খান সাহেল, সভাপতি, জর্জিয়া বিএনপি
- মোহাম্মদ মামুন শরিফ, সাধারণ সম্পাদক
- ডিউক খান, উপদেষ্টা
- মোহাম্মদ আলী খান লোদি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
- আজিজুল হাকিম, ভাইস প্রেসিডেন্ট
- মোহাম্মদ আলী সজল, সিনিয়র যুগ্ম সম্পাদক
- মাহবুব আহমদ, যুগ্ম সম্পাদক
- রায়হান আহমেদ রাহী, সাংগঠনিক সম্পাদক
- মোহাম্মদ তুহিন খান, অর্থ সম্পাদক
- মোহাম্মদ আবু খালেদ, মানবাধিকার সম্পাদক
- মোহাম্মদ শহিদুল ইসলাম ঠান্ডু, সিনিয়র মেম্বার
- ইমরান খান, এক্সেকিউটিভ মেম্বার
- বেলাল পারভেজ, এক্সেকিউটিভ মেম্বার

এছাড়া আব্দুল আলিম, মেম্বার, সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং দায়িত্বশীল অংশগ্রহণে উৎসাহিত করতেই এ ধরনের সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হচ্ছে। পোস্টাল অ্যাপ বিডির মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা আরও সহজে ও নিরাপদে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন বলেও তারা আশা প্রকাশ করেন।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।