
মুহাম্মদ সোহেল রানাঃ ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে যাচ্ছে। এই আসরকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। তবে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির পাশাপাশি আলোচনায় এসেছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, ইনফান্তিনো ও ট্রাম্পের ঘনিষ্ঠতা ফুটবলের স্বচ্ছতা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে। সমালোচকরা মনে করছেন, ফিফার মতো বৈশ্বিক ক্রীড়া সংস্থার শীর্ষ নেতৃত্বের সাথে রাজনৈতিক ক্ষমতার অতিরিক্ত ঘনিষ্ঠতা “অস্বস্তিকর” পরিস্থিতি তৈরি করছে।
ট্রাম্প প্রশাসন বিশ্বকাপ আয়োজনকে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গুরুত্ব দিচ্ছে। ইনফান্তিনো একাধিকবার হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে বৈঠক করেছেন। ফিফা ড্র অনুষ্ঠানেও ট্রাম্পের উপস্থিতি নিশ্চিত হয়েছে, যা ফুটবল ও রাজনীতির মেলবন্ধনকে আরও স্পষ্ট করছে।
সমালোচকরা বলছেন, ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব বাড়তে পারে। ফুটবলের বৈশ্বিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সমর্থকরা মনে করেন, ট্রাম্পের সম্পৃক্ততা বিশ্বকাপকে আরও বড় পরিসরে প্রচার করবে।
ফুটবল ও রাজনীতির সম্পর্ক নতুন নয়, তবে ট্রাম্প-ইনফান্তিনো ঘনিষ্ঠতা বিশেষভাবে আলোচনায় এসেছে। এটি ফিফার স্বচ্ছতা ও স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে। বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সম্পর্ক।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।