
মুহাম্মদ সোহেল রানাঃ ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আকাশসীমা বন্ধ ঘোষণাকে তীব্রভাবে নিন্দা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পের এই মন্তব্য ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত এবং এটি একটি ঔপনিবেশিক হুমকি।
ট্রাম্প শনিবার সামাজিক মাধ্যমে ঘোষণা দেন যে, ভেনেজুয়েলার আকাশসীমা “সম্পূর্ণভাবে বন্ধ” বলে বিবেচনা করা উচিত। তিনি এ বার্তায় এয়ারলাইনস, পাইলট, এমনকি মাদক ও মানব পাচারকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ অন্য দেশের আকাশসীমা বন্ধ করার ক্ষমতা রাখে না।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই পদক্ষেপকে অবৈধ ও অযৌক্তিক আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মাদক পাচারের অজুহাত তুলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং এর মাধ্যমে সরকার উৎখাতের চেষ্টা করছে। ইতিমধ্যেই ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।
ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ট্রাম্পের এই ঘোষণা জনগণের বিরুদ্ধে আরেকটি অন্যায় চাপ এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্টভাবে নিন্দনীয়।
যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদক কার্টেলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে। ভেনেজুয়েলা বলছে, এসব অভিযোগ কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।