ট্রাম্পের কৌশলকে স্বাগত জানিয়ে চমক দিল রাশিয়া, অবাক আন্তর্জাতিক মহল!

আমেরিকা বাংলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে (National Security Strategy – NSS) উষ্ণভাবে স্বাগত জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলেছে যে, এই কৌশল তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও উপলব্ধির সাথে বহুলাংশে মিলে যায়। উল্লেখ্য, এই প্রথম মস্কো তাদের প্রাক্তন স্নায়ুযু*দ্ধের প্রতিপক্ষের এমন একটি কৌশলগত নথির এত জোরালো প্রশংসা করলো।

রবিবার (৭ ডিসেম্বর, ২০২৫) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ (Dmitry Peskov) রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিবেদক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা কৌশলটিতে যে সামঞ্জস্যতা দেখছি, তা আমাদের দৃষ্টিভঙ্গির সাথে অনেক দিক থেকে সামঞ্জস্যপূর্ণ।”

পেসকভ আরও উল্লেখ করেন যে, বর্তমান মার্কিন প্রশাসন “পূর্ববর্তীগুলোর চেয়ে মৌলিকভাবে ভিন্ন” এবং এই কৌশল রাশিয়ার প্রতি ‘সরাসরি হুমকি’ হিসেবে চিহ্নিত করার ভাষাটি বাদ দিয়েছে। এর পরিবর্তে কৌশলটিতে কৌশলগত স্থিতিশীলতা (strategic stability) নিয়ে মস্কোর সাথে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এই পদক্ষেপকে রাশিয়া একটি “ইতিবাচক পদক্ষেপ” হিসেবে বিবেচনা করছে।

ট্রাম্পের নতুন নিরাপত্তা কৌশলটিকে “নমনীয় বাস্তববাদ” (flexible realism) হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এতে ‘আমেরিকা ফার্স্ট’ (America First) নীতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নথিতে ইউরোপীয় মিত্রদের সমালোচনা করা হয়েছে, তাদের “অতিরিক্ত-নিয়ন্ত্রিত” এবং আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করা হয়েছে। এছাড়াও, কৌশলটিতে ইউক্রেন যুদ্ধের একটি দ্রুত সমাপ্তি নিয়ে আলোচনার বিষয়টিকে যুক্তরাষ্ট্রের একটি “মূল স্বার্থ” হিসাবে তুলে ধরা হয়েছে।

আরও দেখুন

নেতিবাচক জনমত জরিপের ফলে অভিবাসন প্রয়োগ কৌশল বদলাচ্ছে ট্রাম্প প্রশাসন!

ইমা এলিস | নিউইয়র্ক প্রতিনিধি: নেতিবাচক জনমত জরিপের চাপে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) অভিবাসন …