
মুহাম্মদ সোহেল রানাঃ ফ্লোরিডার পাম বিচ থেকে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, হার্নান্দেজকে তিনি “পূর্ণ ও সম্পূর্ণ ক্ষমা” দিতে যাচ্ছেন।
হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন। যুক্তরাষ্ট্রের আদালতে তিনি দোষী সাব্যস্ত হন ৪০০ টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এবং তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাজনৈতিক প্রভাব: ট্রাম্প একইসঙ্গে হন্ডুরাসের ডানপন্থী ন্যাশনাল পার্টির প্রার্থী নাসরি “টিটো” আসফুরাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আসফুরা নির্বাচনে জিততে না পারলে যুক্তরাষ্ট্র হন্ডুরাসে আর অর্থ সহায়তা দেবে না।
ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকেই হন্ডুরাসের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছেন। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রে মাদকবিরোধী নীতি জোরদার করার কথা বললেও ট্রাম্পের এই ক্ষমা ঘোষণার ফলে তার অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এই ঘোষণা শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বরং হন্ডুরাসের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন তুলেছে। একদিকে ট্রাম্পের সমর্থকরা বলছেন, হার্নান্দেজকে “অত্যন্ত কঠোর ও অন্যায্যভাবে” শাস্তি দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধীরা মনে করছেন, এটি হন্ডুরাসের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অযাচিত প্রভাব ফেলতে পারে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।