ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নাটকীয় অভিযান: প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আটক, জরুরি অবস্থা ঘোষণা

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চালানো এক নাটকীয় সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি নিউজ।

বিবিসির মার্কিন সংবাদ সহযোগী সিবিএস (CBS News) জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর শীর্ষ সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স এই অভিযানে অংশ নেয়। অভিযানের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলা সরকার।

কারাকাসে বিস্ফোরণঃ

বিবিসি জানায়, শনিবার ভোররাতে রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণ ও হেলিকপ্টারের ভিডিও ছড়িয়ে পড়লেও, সেগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।

হামলার স্থানঃ

BBC Verify–এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত তিনটি স্থানে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে—

• লা কার্লোটা বিমানঘাঁটি (জেনারেলিসিমো ফ্রান্সিসকো দে মিরান্ডা এয়ার বেস)

• লা গুয়াইরা বন্দর

• হিগুয়েরোতে বিমানবন্দর

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলা হয়েছে।

ট্রাম্পের বক্তব্যঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ নিশ্চিত করেন যে অভিযানের পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে। তিনি লেখেন—

“যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও এর নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে।”

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক ফোন কলে ট্রাম্প এই অভিযানে “দুর্দান্ত অভিযান” বলে মন্তব্য করেন বলে জানিয়েছে রয়টার্স।

অভিযোগঃ

বিবিসি জানিয়েছে, মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি নিশ্চিত করেছেন যে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে—

• মাদক সন্ত্রাসবাদের ষড়যন্ত্র

• কোকেন আমদানি

• মেশিনগান ও বিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগ

আনা হয়েছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়াঃ

ঘটনার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশ সংযম প্রদর্শন ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

আরও দেখুন

চলে গেলেন আটলান্টা বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ দিল বাহার

আটলান্টা, যুক্তরাষ্ট্র | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ আটলান্টার দীর্ঘদিনের বাসিন্দা এবং আল-আমিন সুপারমার্কেট ও রেস্টুরেন্টের …