ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে নিরাপদ করছে না-কমলা হ্যারিস

আমেরিকা বাংলা ডেস্ক : ভেনেজুয়েলা ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী কিংবা সাশ্রয়ী করে তুলছে না—এমন কঠোর সমালোচনা উঠে এসেছে মার্কিন রাজনীতিতে। সমালোচকদের মতে, নিকোলাস মাদুরো একজন নিষ্ঠুর ও অবৈধ শাসক হলেও, তার বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ আইনসম্মতও নয়, বিচক্ষণও নয়।

তারা বলছেন, ইতিহাসে এর আগেও আমরা এমন পরিস্থিতি দেখেছি—শাসন পরিবর্তন কিংবা তেলের জন্য যুদ্ধ, যেগুলো শক্তির প্রদর্শন হিসেবে উপস্থাপন করা হলেও শেষ পর্যন্ত তা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং এর মূল্য দিতে হয়েছে সাধারণ আমেরিকান পরিবারগুলোকে।

সমালোচনায় আরও বলা হয়, এই ধরনের সামরিক বা আগ্রাসী পদক্ষেপে আমেরিকান জনগণের কোনো সমর্থন নেই। জনগণ ক্লান্ত হয়ে পড়েছে বিভ্রান্তিকর তথ্য ও অজুহাতে বিদেশি সংঘাতে জড়িয়ে পড়া থেকে।

এই ইস্যু মাদক দমন বা গণতন্ত্র রক্ষার নয়, বরং এটি তেল ও আঞ্চলিক প্রভাব বিস্তারের রাজনীতির অংশ—এমন অভিযোগও তোলা হয়েছে। সমালোচকদের দাবি, যদি সত্যিই মাদক বা গণতন্ত্র নিয়ে উদ্বেগ থাকত, তবে একজন দণ্ডপ্রাপ্ত মাদক পাচারকারীকে ক্ষমা করা হতো না কিংবা ভেনেজুয়েলার বৈধ বিরোধী শক্তিকে উপেক্ষা করে মাদুরোর ঘনিষ্ঠদের সঙ্গে সমঝোতায় যাওয়া হতো না।

তারা আরও সতর্ক করে বলেন, এই সিদ্ধান্তের ফলে মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়ছে, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে, একটি সম্পূর্ণ অঞ্চল অস্থিতিশীল হচ্ছে—অথচ এর পক্ষে কোনো স্পষ্ট আইনি ভিত্তি, কোনো বেরিয়ে আসার পরিকল্পনা কিংবা দেশের ভেতরে কোনো বাস্তব সুফল নেই।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রয়োজন এমন নেতৃত্ব, যারা শ্রমজীবী মানুষের খরচ কমানো, আইনের শাসন নিশ্চিত করা, মিত্রদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা এবং সর্বোপরি আমেরিকান জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াকে কেন্দ্র করে নীতি নির্ধারণ করবে।

আরও দেখুন

চলে গেলেন আটলান্টা বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ দিল বাহার

আটলান্টা, যুক্তরাষ্ট্র | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ আটলান্টার দীর্ঘদিনের বাসিন্দা এবং আল-আমিন সুপারমার্কেট ও রেস্টুরেন্টের …