যুক্তরাষ্ট্রের শার্লটে অভিবাসন অভিযান

Immigration crackdown in city of Charlotte-
Immigration crackdown in city of Charlotte-

মুহাম্মদ সোহেল রানা, আমেরিকা বাংলা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনার শহর শার্লটে অভিবাসনবিরোধী অভিযান শুরু করেছে ফেডারেল এজেন্টরা। “অপারেশন শার্লট’স ওয়েব” নামে পরিচিত এই অভিযানকে কেন্দ্র করে শহরে আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শার্লটে যুক্তরাষ্ট্রের অভিবাসন অভিযানের কারনে উদ্বেগ ও প্রতিক্রিয়া বাড়ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শনিবার (১৫ নভেম্বর) ঘোষণা করে যে, শার্লটে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানো হবে। DHS-এর সহকারী সচিব ট্রিশা ম্যাকলাফলিন বলেন, “আমরা শার্লটে আইন প্রয়োগকারী বাহিনী পাঠাচ্ছি যাতে আমেরিকানরা নিরাপদে থাকতে পারে এবং জননিরাপত্তার হুমকি দূর করা যায়”। অভ্যন্তরীণ সরকারি নথি অনুসারে, সাঁজোয়া যান ও বিশেষ অপারেশন টিম এই অভিযানে অংশ নিতে পারে। শহরের বিভিন্ন এলাকায় বর্ডার পেট্রোল এজেন্টদের গ্রেপ্তার অভিযান চালাতে দেখা গেছে।

শার্লটের মেয়র লি ভাইলস সহ স্থানীয় নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, “এই অভিযান শহরের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করছে এবং অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ভয় ও উদ্বেগ বাড়াচ্ছে”। স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতা: উইলি এসেইতুনো নামে এক বাসিন্দা জানান, তাকে দুইবার থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একবার তার গাড়ির জানালা ভেঙে ফেলা হয়। অনেকেই বলছেন, এই অভিযান তাদের দৈনন্দিন জীবনে নিরাপত্তাহীনতা তৈরি করছে।

এই অভিযান ট্রাম্প প্রশাসনের “বৃহত্তম নির্বাসন কর্মসূচি” বাস্তবায়নের অংশ। এর আগে ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলস ও শিকাগোতেও একই ধরনের অভিযান চালানো হয়েছে।

বাংলাদেশিসহ বিশ্বের যারা শার্লটে বসবাস করছেন, বিশেষ করে অভিবাসন সংক্রান্ত ঝুঁকিতে রয়েছেন, তাদের উচিত আইনি সহায়তা নেওয়া, স্থানীয় কমিউনিটি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখা, এবং নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকা।

আরও দেখুন

যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাকে নিশানা করছে?

যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাকে নিশানা করছে?

মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে মূলত তেল রপ্তানি, মাদক পাচার ও …