
আমেরিকা বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের এফ–১ স্টুডেন্ট ভিসা নিয়ে বড় ধরনের নীতিগত পরিবর্তনের প্রস্তাব উঠে এসেছে, যা বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা এবং উদ্বেগের সৃষ্টি করেছে। এতদিন পর্যন্ত শিক্ষার্থীরা “Duration of Status (D/S)” ভিত্তিতে যতদিন পড়াশোনা চলত ততদিন যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। কিন্তু মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) প্রস্তাব করেছে, ভবিষ্যতে স্টুডেন্ট ভিসার সর্বোচ্চ মেয়াদ নির্ধারিত হবে চার বছর অথবা শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত I-20 ফর্মে উল্লেখিত সময়সীমা পর্যন্ত। সময়সীমা শেষ হলে শিক্ষার্থীদের ভিসা নতুন আবেদন ও যাচাই–বাছাইয়ের মাধ্যমে পুনরায় নবায়ন করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রস্তাব কার্যকর হলে উচ্চতর গবেষণাভিত্তিক ডিগ্রি (যেমন: পিএইচডি), মেজর পরিবর্তন অথবা বিশ্ববিদ্যালয় পরিবর্তনকারী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। বিশেষ করে যেসব শিক্ষার্থীর পড়াশোনার মেয়াদ চার বছরের বেশি, তাদের ক্ষেত্রে অতিরিক্ত প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যদিকে, আরেকটি ইতিবাচক প্রস্তাবে বলা হয়েছে যে, এফ-১ ভিসা আবেদনের সময় আর “Intent to Leave” বা পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে যাওয়ার শর্তটি বাধ্যতামূলক রাখা না-ও হতে পারে, যা অনেকের জন্য সুবিধাজনক হতে পারে।
যদিও এই পরিবর্তনগুলো এখনো চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি, বিষয়টি নিয়ে বর্তমানে মার্কিন শিক্ষা ও অভিবাসন নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি হতে পারে যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। শিক্ষা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের এখন থেকেই প্রস্তাবিত নীতিমালার অগ্রগতি সতর্কভাবে পর্যবেক্ষণ করে আবেদন প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।