
মুহাম্মদ সোহেল রানাঃ মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাধীন ১৯টি দেশের অভিবাসীদের নাগরিকত্ব অনুষ্ঠান বাতিল করেছে। অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, এসব দেশের নাগরিকদের সব ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। ফলে যারা নাগরিকত্ব অনুষ্ঠানে শপথ নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তাদের অনুষ্ঠানও বাতিল হয়েছে।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) কর্মকর্তাদের বলা হয়েছে, “সব ধরনের ফাইনাল অ্যাডজুডিকেশন বন্ধ রাখতে”। এর ফলে নাগরিকত্ব অনুষ্ঠান, সাক্ষাৎকার ও অন্যান্য অভিবাসন সংক্রান্ত কার্যক্রম স্থগিত হয়েছে। সিদ্ধান্তটি এসেছে ওয়াশিংটন ডিসিতে সাম্প্রতিক এক হামলার পর, যেখানে অভিযুক্ত ছিলেন আফগান বংশোদ্ভূত একজন অভিবাসী।
এই নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত রয়েছে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বেশ কিছু দেশ। এর মধ্যে রয়েছে: চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, বুরুন্ডি, সিয়েরা লিওন, টোগো, আফগানিস্তান, মিয়ানমার, হাইতি, ইরান, ইয়েমেন, কিউবা, লাওস, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।
এই পদক্ষেপকে অনেকেই আইনগত অভিবাসন পথ আরও সংকুচিত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। অভিবাসন আইনজীবীরা বলছেন, নাগরিকত্ব অনুষ্ঠানের বাতিলকরণ অভিবাসীদের জীবনে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। সমালোচকরা মনে করছেন, এটি রাজনৈতিক চাপ ও নিরাপত্তা উদ্বেগের কারণে নেওয়া সিদ্ধান্ত।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।