“মানসিক অস্থিরতা থেকে সহিংসতা—ন্যাশনাল গার্ড হামলার অভিযুক্ত নিয়ে শঙ্কা”

“মানসিক অস্থিরতা থেকে সহিংসতা—ন্যাশনাল গার্ড হামলার অভিযুক্ত নিয়ে শঙ্কা”
“মানসিক অস্থিরতা থেকে সহিংসতা—ন্যাশনাল গার্ড হামলার অভিযুক্ত নিয়ে শঙ্কা”

মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্রের রাজধানীতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার আফগান নাগরিক রহমানুল্লাহ লাখানওয়াল বহু বছর ধরে মানসিক অস্থিরতা ও বিচ্ছিন্নতায় ভুগছিলেন। সম্প্রদায়ের সদস্যরা জানিয়েছেন, তিনি চাকরি ধরে রাখতে ব্যর্থ হন এবং দীর্ঘ সময় অন্ধকারে একা কাটাতেন। কখনও হঠাৎ করে সপ্তাহব্যাপী গাড়ি চালিয়ে দেশজুড়ে ভ্রমণে বেরিয়ে পড়তেন।

তার আচরণ এতটাই অস্বাভাবিক হয়ে উঠেছিল যে এক সম্প্রদায়কর্মী শরণার্থী সহায়তা সংস্থার কাছে সাহায্য চেয়েছিলেন, আশঙ্কা করেছিলেন তিনি আত্মঘাতী হয়ে উঠতে পারেন। ইমেইল ও নথি থেকে জানা যায়, লাখানওয়ালের মানসিক অবস্থা নিয়ে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু সেই উদ্বেগ যথাযথভাবে গুরুত্ব পায়নি।

গত সপ্তাহে হোয়াইট হাউসের কাছাকাছি দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যা করার অভিযোগে লাখানওয়ালকে গ্রেপ্তার করা হয়। নিহতদের একজন সারাহ বেকস্ট্রম, আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

লাখানওয়াল একজন আশ্রয়প্রার্থী ছিলেন, যিনি যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সম্প্রদায়ের উদ্বেগ সত্ত্বেও তার মানসিক সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনা যুক্তরাষ্ট্রে শরণার্থী ও অভিবাসীদের মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

আরও দেখুন

যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাকে নিশানা করছে?

যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাকে নিশানা করছে?

মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে মূলত তেল রপ্তানি, মাদক পাচার ও …