যুক্তরাষ্ট্রে ভুয়া পরিচয়পত্র বিক্রির অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ফেডারেল মামলা

যুক্তরাষ্ট্রে ভুয়া পরিচয়পত্র বিক্রির অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ফেডারেল মামলা

ইমা এলিস |  নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে সাইবার অপরাধে ব্যবহৃত ভুয়া ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ও সোশ্যাল সিকিউরিটি কার্ডের টেমপ্লেট বিক্রির অভিযোগে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ফেডারেল অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মন্টানা অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে বৃহস্পতিবার উন্মুক্ত হওয়া নয় দফা অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম জাহিদ হাসান (২৯)। তিনি বাংলাদেশের ঢাকার বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি কার্ট আলমে এক বিবৃতিতে জানান, বিশ্বব্যাপী ভুয়া পরিচয়পত্র বিক্রিতে ব্যবহৃত অনলাইন মার্কেটপ্লেস পরিচালনার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তের পরিচালিত তিনটি ডোমেইন জব্দ করেছে যুক্তরাষ্ট্র সরকার।

অভিযোগপত্র অনুযায়ী, জাহিদ হাসানের বিরুদ্ধে

  • ছয়টি ভুয়া পরিচয়পত্র হস্তান্তরের অভিযোগ,
  • দুটি ভুয়া পাসপোর্ট ব্যবহারের অভিযোগ, এবং
  • একটি সোশ্যাল সিকিউরিটি জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

১ থেকে ৮ নম্বর অভিযোগে দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ৯ নম্বর অভিযোগে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড। প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা এবং তিন বছর পর্যন্ত সুপারভাইজড রিলিজের বিধান রয়েছে।

ফেডারেল অভিযোগে বলা হয়, ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত জাহিদ হাসান বাংলাদেশভিত্তিক দুটি অনলাইন প্ল্যাটফর্ম—

‘টেকট্রিক (TechTreek)’ এবং ‘ইগিফটকার্ডস্টোরবিডি (EGiftCardStoreBD)’ পরিচালনা করতেন। এসব ওয়েবসাইটের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট, সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং মন্টানা অঙ্গরাজ্যের ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সরকারি পরিচয়পত্রের ডিজিটাল ভুয়া টেমপ্লেট বিক্রি ও সরবরাহ করতেন।

তদন্তকারীদের মতে, এসব ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংক, অনলাইন পেমেন্ট সিস্টেম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল মুদ্রা প্ল্যাটফর্মে প্রতারণামূলক অ্যাকাউন্ট তৈরি করা হতো। ক্রেতারা বিটকয়েনসহ বিভিন্ন ভার্চুয়াল মুদ্রায় এসব নথি কিনতেন।

অভিযোগ অনুযায়ী, একজন ক্রেতা মাত্র

  • ১২ ডলারে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের টেমপ্লেট,
  • ৯.৩৭ ডলারে সোশ্যাল সিকিউরিটি কার্ডের টেমপ্লেট, এবং
  • ১৪.০৫ ডলারে মন্টানা ড্রাইভারের লাইসেন্সের টেমপ্লেট কিনতে পারতেন।

চার বছরের কার্যক্রমে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বজুড়ে ১,৪০০-এর বেশি গ্রাহকের কাছ থেকে প্রায় ২৯ লাখ ডলার আদায়ের অভিযোগ আনা হয়েছে।

২০২৫ সালের ১৩ মে, মন্টানার বোজম্যান শহরের এক ব্যক্তির কাছ থেকে বিটকয়েন পেমেন্ট গ্রহণের পর অভিযুক্ত ব্যক্তি তাকে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট, সোশ্যাল সিকিউরিটি কার্ড ও মন্টানা ড্রাইভারের লাইসেন্সের ভুয়া টেমপ্লেট সরবরাহ করেন বা করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সরকার জাহিদ হাসানের ব্যবহৃত তিনটি ডোমেইন জব্দ করেছে। সেগুলো হলো—

  • www.techtreek.com
  • www.egiftcardstorebd.com
  • www.idtempl.com

বর্তমানে এসব ওয়েবসাইটে প্রবেশ করলে জব্দ সংক্রান্ত নোটিশ প্রদর্শিত হচ্ছে।

মামলাটি পরিচালনা করছেন সহকারী যুক্তরাষ্ট্র অ্যাটর্নি বেঞ্জামিন হারগ্রোভ। এফবিআইয়ের বিলিংস ডিভিশন ও সল্ট লেক সিটি সাইবার টাস্কফোর্স, এফবিআইয়ের আন্তর্জাতিক কার্যক্রম বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট যৌথভাবে তদন্ত পরিচালনা করেছে।

উল্লেখ্য, অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগগুলো কেবল অভিযোগমাত্র। যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আইনের দৃষ্টিতে নির্দোষ বলে গণ্য হবেন।

আরও দেখুন

চলে গেলেন আটলান্টা বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ দিল বাহার

আটলান্টা, যুক্তরাষ্ট্র | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ আটলান্টার দীর্ঘদিনের বাসিন্দা এবং আল-আমিন সুপারমার্কেট ও রেস্টুরেন্টের …