
মুহাম্মদ সোহেল রানা, আমেরিকা বাংলা ডেস্কঃ জাপানের দক্ষিণাঞ্চলের ওইতা শহরের সাগানোসেকি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়, যা রাতভর জ্বলতে থাকে এবং বুধবার দুপুর পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ওইতা শহরের সাগানোসেকি জেলা, টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ১৭০টির বেশি আবাসিক ও বাণিজ্যিক ভবন পুড়ে গেছে। একজন বাসিন্দার খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্তত ১৭৫ জনকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
জাপানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় দমকল বাহিনীর পাশাপাশি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ধারণা স্থানীয় কিছু গ্যাস সংযোগ বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পাহাড়ি শহর থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলাকাজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া।
এই অগ্নিকাণ্ড জাপানের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্ধারকাজ ও পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।