
মুহাম্মদ সোহেল রানা, আমেরিকা বাংলা ডেস্কঃ সাবেক এমপি নিজাম হাজারীর বাড়িতে বিক্ষোভকারীদের আগুন। ফেনী শহরের মাস্টারপাড়ায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বাগানবাড়িতে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে, যা ফেনী শহরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।
ঘটনার সময় রাত ৮টার দিকে মাস্টারপাড়ার নিজাম হাজারীর বাড়ির প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ের আন্দোলনকারীরা এই হামলার নেতৃত্ব দেয়। তারা ‘নিজামের ফাঁসি চাই’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দালালি না রাজপথ’ ইত্যাদি স্লোগান দেয়।
এই বিক্ষোভের পেছনে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়। রায়ের পর থেকেই ফেনীতে উত্তেজনা বাড়তে থাকে। এর আগে শহরের রাজাঝি দিঘিরপাড় এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুরের ঘটনাও ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম বলেন, “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর ঘটনার প্রতিবাদে ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে নিজাম হাজারীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে। আমরা চাই, শেখ হাসিনার মতো নিজাম হাজারীর বিরুদ্ধেও দ্রুত বিচার হোক।”
ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই ঘটনার মাধ্যমে স্পষ্ট, ফেনীতে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।