যুদ্ধবিরতি উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৫

যুদ্ধবিরতি উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলি বিমান হামলা
যুদ্ধবিরতি উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলি বিমান হামলা

মুহাম্মদ সোহেল রানাঃ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর হারেৎ হ্রেইকে ইসরায়েলের বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সকালে একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

হামলার ফলে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার সময় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।

গত বছরের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতের উপশহরে হামলা চালাচ্ছে। এই হামলা সেই চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

একই দিনে দক্ষিণ লেবাননের আইতা আল-শাব এলাকায় আরেকটি হামলায় একজন নিহত হন। এর পাশাপাশি গাজায় ইসরায়েলি হামলায় আরও ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে। হামাসের একটি প্রতিনিধি দল বর্তমানে কায়রোতে অবস্থান করছে, যেখানে তারা মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে আলোচনা করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী আমোস হকস্টেইন সম্প্রতি বৈরুত সফরে এসে বলেছিলেন, একটি স্থায়ী যুদ্ধবিরতি “আমাদের নাগালের মধ্যে” রয়েছে। কিন্তু ইসরায়েলের সাম্প্রতিক হামলা সেই আশাকে দুর্বল করে দিয়েছে।

আরও দেখুন

জেলেনস্কি বললেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কঠিন হলেও ফলপ্রসূ

“যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কঠিন হলেও ফলপ্রসূ”-জেলেনস্কি

মুহাম্মদ সোহেল রানাঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চলমান প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান …