
মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত সালভাদরীয় নাগরিক কিলমার আব্রেগো গার্সিয়াকে অভিবাসন কর্তৃপক্ষের (ICE) হেফাজত থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইউএস ডিস্ট্রিক্ট জজ পলা যিনিস এই আদেশ দেন।
আব্রেগো গার্সিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন। তাকে এ বছরের মার্চে ভুলভাবে এল সালভাদরের সিসিওটি মেগা-প্রিজনে পাঠানো হয়েছিল, যদিও ২০১৯ সালের একটি আদালতের আদেশে তাকে সেখানে ফেরত পাঠানো নিষিদ্ধ করা হয়েছিল। ট্রাম্প প্রশাসন দাবি করেছিল তিনি কুখ্যাত অপরাধী চক্র MS-13 এর সদস্য, যা তিনি অস্বীকার করেছেন। জুন মাসে তাকে আবার যুক্তরাষ্ট্রে আনা হয় মানব পাচার মামলার শুনানির জন্য, কিন্তু পরে আবার আইসিই কর্তৃপক্ষ তাকে আটক করে।
জজ পলা যিনিস তার রায়ে উল্লেখ করেন: আব্রেগো গার্সিয়াকে “আইনগত কর্তৃত্ব ছাড়া” আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো চূড়ান্ত বহিষ্কার আদেশ নেই, ফলে তাকে দেশ থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। তাই তার হেফাজত অব্যাহত রাখা বেআইনি এবং অবিলম্বে মুক্তি দিতে হবে।
এই রায়কে আব্রেগো গার্সিয়ার পরিবারের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। তার স্ত্রী জেনিফার ভাসকেজ সুরা দীর্ঘদিন ধরে বাল্টিমোরে আইসিই অফিসের সামনে প্রতিবাদ করেছেন। অভিবাসন অধিকারকর্মীরা বলছেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির ত্রুটি ও মানবাধিকার সংকটকে সামনে নিয়ে এসেছে। সমালোচকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের ভুলভাবে বহিষ্কার অভিযান অনেক নিরপরাধ অভিবাসীর জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।
কিলমার আব্রেগো গার্সিয়ার মুক্তি যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির জটিলতা ও মানবাধিকার বিতর্ককে নতুন করে আলোচনায় এনেছে। আদালতের এই রায় শুধু একটি ব্যক্তিগত বিজয় নয়, বরং অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়বিচারের প্রশ্নে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।