H-1B ভিসায় ১ লাখ ডলার ফি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল ডেমোক্র্যাট রাজ্যগুলো

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল ডেমোক্র্যাট রাজ্যগুলো

আমেরিকা বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে H-1B কর্মভিসার জন্য ১ লাখ ডলার ফি আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে একাধিক ডেমোক্র্যাট-শাসিত রাজ্য। শুক্রবার এসব রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা যৌথভাবে এই মামলার ঘোষণা দেন। CNN-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মামলায় রাজ্যগুলো অভিযোগ করেছে যে, ট্রাম্প প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই এত বড় অঙ্কের ফি নির্ধারণ করেছে, যা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট ও অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট-এর পরিপন্থী। এছাড়া, এই সিদ্ধান্ত নেওয়ার আগে জনমত গ্রহণের বাধ্যতামূলক প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি বলে দাবি করা হয় ।

ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলদের মতে, এই ফি কার্যকর হলে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। দক্ষ বিদেশি কর্মী নিয়োগ ব্যয়বহুল হয়ে উঠবে, যা স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতে সংকট আরও বাড়াতে পারে।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের দাবি—এই উচ্চ ফি H-1B ভিসা ব্যবস্থার অপব্যবহার কমাতে এবং মার্কিন নাগরিকদের চাকরি সুরক্ষায় সহায়ক হবে। তবে রাজ্যগুলোর মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থানকে দুর্বল করতে পারে।

এই মামলার রায় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি এবং ভবিষ্যৎ H-1B ভিসা ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও দেখুন

নেতিবাচক জনমত জরিপের ফলে অভিবাসন প্রয়োগ কৌশল বদলাচ্ছে ট্রাম্প প্রশাসন!

ইমা এলিস | নিউইয়র্ক প্রতিনিধি: নেতিবাচক জনমত জরিপের চাপে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) অভিবাসন …