
জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সাগরপথে ট্রলারে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনী জানিয়েছে, বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। সেন্টমার্টিন থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। এ সময় নৌবাহিনীর জাহাজ বোটটিকে থামার জন্য সংকেত দিলে বোটটি না থেমে তার গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীকালে নৌবাহিনী জাহাজ বোটটিকে ধাওয়া করে আটক করে। এ সময় বোটে থাকা দালালচক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করা হয়। জব্দ করা হয় একটি কাঠের তৈরী বোট।
আটকরা জানিয়েছেন, তারা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে বোটযোগে যাত্রা করেছিলো।
নৌবাহিনী আরও জানিয়েছে, জব্দকৃত বোটে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থাও ছিলো না। যার ফলে গভীর সমুদ্রে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিলো।
আরও দেখুন
ভেনেজুয়েলার দুই মন্ত্রীকে ধরিয়ে দিলেই মিলিয়ন ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার দুই মন্ত্রীকে ধরতে মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট …
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।