
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে প্রায় ২,০০০ ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করছে। অভিবাসনবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুইজন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা।
CNN–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানটি পরিচালিত হচ্ছে এমন এক সময়ে, যখন মিনেসোটায় সাম্প্রতিক একটি কল্যাণ তহবিল (welfare) জালিয়াতি কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছে। ফেডারেল কর্তৃপক্ষের মতে, অভিবাসন আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট আর্থিক অনিয়মের তদন্ত—উভয় বিষয়ই এই মোতায়েনের পেছনে ভূমিকা রেখেছে।
মোতায়েনকৃত এজেন্টদের মধ্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা থাকতে পারেন বলে জানানো হয়েছে। তবে অভিযানটির নির্দিষ্ট সময়সীমা বা লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এই সিদ্ধান্তকে ঘিরে মিনেসোটায় রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে অভিবাসন নীতি এবং ফেডারেল হস্তক্ষেপ নিয়ে ভিন্নমতও দেখা যাচ্ছে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।