
আমেরিকা বাংলা ডেস্কঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। আজ শুক্রবার ডিসেম্বর ২৬ ঢাকায় অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে ২০২৬ সেশনের জন্য তিনি ছাত্রশিবিরের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। সম্মেলনে দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন, যা সংগঠনের ভেতরে তার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সভাপতি নির্বাচিত হওয়ার আগে নুরুল ইসলাম সাদ্দাম ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি সংগঠনের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক পুনর্গঠন, ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম এবং ছাত্র অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবিতে তার বক্তব্য ও কর্মসূচি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ব্যক্তিগত জীবনে নুরুল ইসলাম সাদ্দাম খুলনার সোনাডাঙ্গা উপজেলার বাসিন্দা। শিক্ষাজীবনে তিনি দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অধীনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে (HRM) প্রফেশনাল মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন। তার শিক্ষাগত পটভূমি ও সংগঠনিক অভিজ্ঞতা তাকে একজন তাত্ত্বিক ও বাস্তবভিত্তিক ছাত্রনেতা হিসেবে পরিচিত করেছে।
নেতৃত্বের ক্ষেত্রে নুরুল ইসলাম সাদ্দামের অবস্থান শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ, নৈতিকতা ও আদর্শভিত্তিক ছাত্ররাজনীতির ওপর গুরুত্বারোপ করে। তিনি বিভিন্ন সময়ে বলেছেন, তরুণ সমাজ পুরনো বিভাজনমূলক রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার চিন্তা ও নেতৃত্ব প্রত্যাশা করে। সেই লক্ষ্য সামনে রেখে তিনি ছাত্রশিবিরকে শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও মূল্যবোধভিত্তিক আন্দোলনের পথে এগিয়ে নিতে চান।
নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে ইসলামী ছাত্রশিবিরের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক দিকনির্দেশনা এবং ছাত্ররাজনীতিতে ভূমিকা কীভাবে পরিবর্তিত হয়—তা নিয়ে রাজনৈতিক ও ছাত্রসমাজে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, তার নেতৃত্ব আগামী দিনে ছাত্রশিবিরের কর্মকাণ্ডে নতুন গতি ও দিকনির্দেশনা দিতে পারে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।