গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হুমায়ু কবির,গৌরীপুর: উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের গৌরীপুরে পালিত হয়েছে ‘গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনব্যাপী বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বেলা ১১টায় কালিপুর থানা সংলগ্ন সংগঠনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে কমপ্লেক্স ভবনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শাহজাহান কবির হিরা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শহীদ পরিবারের উপস্থিতি ও সংবর্ধনা

অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ জুবায়েরের বাবা আনোয়ার হোসেন, শহীদ বিপ্লবের বাবা বাবুল মিয়া এবং শহীদ নুরে আলম সিদ্দিকীর বাবা আব্দুল হামিদ উপস্থিত থেকে অনুষ্ঠানকে আবেগঘন করে তোলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোট ৬টি ক্যাটাগরিতে স্থানীয় গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন:

  • বীর মুক্তিযোদ্ধা: আব্দুস ছাত্তার মন্ডল ও আব্দুল হান্নান।

  • সাংবাদিকতা: প্রেসক্লাবের সদস্য সচিব মো. হুমায়ুন কবির ও সাংবাদিক হলি সিয়াম শ্রাবণ।

  • সাহিত্য (মরণোত্তর): আজম জহিরুল ইসলাম।

  • সমাজসেবা (মরণোত্তর): ডা. আব্দুল মান্নান।

  • সফল উদ্যোক্তা: হারুণ মিয়া।

পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

আলোচনা সভায় বক্তারা বলেন, গত আট বছর ধরে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় কাজ করে যাচ্ছে। আগামী দিনেও সামাজিক দায়বদ্ধতা থেকে দুর্নীতির বিরুদ্ধে এবং সত্যের পক্ষে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

অনুষ্ঠানে স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ইতিহাসের সেরা নির্বাচনের পরিবেশ দেশে নেই: দেশ ঐক্য

বাইজিদ ইসলাম,ঢাকাঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে একটি ঐক্যভিত্তিক ও সহনশীল রাজনৈতিক যাত্রা …