
মুহাম্মদ সোহেল রানাঃ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী আলিনা হাব্বা নিউ জার্সির অ্যাক্টিং ইউ.এস. অ্যাটর্নি পদ থেকে পদত্যাগ করেছেন। ফেডারেল আপিল আদালত রায় দিয়েছে যে তিনি “আইনগত কর্তৃত্ব ছাড়াই” ওই পদে দায়িত্ব পালন করছিলেন।
আগস্টে জেলা আদালতের রায়ে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন সেনেটের অনুমোদন ছাড়াই তাকে নিয়োগ দিয়ে ফেডারেল অ্যাপয়েন্টমেন্ট আইন লঙ্ঘন করেছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি হাব্বার পদত্যাগ গ্রহণ করেছেন। তিনি বলেন, আদালতের “ত্রুটিপূর্ণ রায়” অফিস পরিচালনা করা অসহনীয় করে তুলেছে।
হাব্বা সামাজিক মাধ্যমে লিখেছেন, “এই সিদ্ধান্ত অফিসের স্থিতিশীলতা ও সততা রক্ষার জন্য নেওয়া হয়েছে। তবে এটিকে আত্মসমর্পণ ভেবে ভুল করবেন না।” আদালতের এই রায় নিউ জার্সির বহু চলমান মামলার ওপর প্রভাব ফেলতে পারে।হাব্বা এখনো ন্যায়বিচার বিভাগের সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন এবং রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার চেষ্টা করবেন।
এই পদত্যাগকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা বিশ্বস্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা করছিল। আলিনা হাব্বার পদত্যাগ যুক্তরাষ্ট্রে রাজনৈতিক নিয়োগ বনাম আইনগত প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে। আদালতের রায় দেখিয়েছে, সেনেট অনুমোদন ছাড়া গুরুত্বপূর্ণ ফেডারেল পদে কাউকে বসানো আইনগতভাবে টেকসই নয়। নিউ জার্সির বিচারব্যবস্থায় এর প্রভাব দীর্ঘমেয়াদে আলোচিত হবে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।