নির্ধারিত লক্ষ্যের দ্বিগুণ স্বাক্ষর সংগ্রহ: ব্যালটে জায়গা নিশ্চিত করলেন মেরি

মেরি জোবাইদা

নিউইয়র্ক | বিশেষ প্রতিবেদক: নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ১,৫০০ নিবন্ধিত ভোটারের স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য সফলভাবে অতিক্রম করে প্রায় ৩,০০০ স্বাক্ষর সংগ্রহ করেছেন প্রথম প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান ও পরিচিত কমিউনিটি অ্যাডভোকেট মেরি জোবাইদা। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ব্যালটে জায়গা নিশ্চিত করেছেন।

প্রচারণা সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বল্প সময়ের মধ্যে এই স্বাক্ষর সংগ্রহ ছিল একটি বড় চ্যালেঞ্জ। তবে কমিউনিটির ব্যাপক সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রয়োজনীয় সংখ্যার দ্বিগুণ স্বাক্ষর সংগ্রহ সম্ভব হয়েছে। এই সাফল্যকে কমিউনিটির আস্থা ও সমর্থনের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিনের লং আইল্যান্ড সিটি বাসিন্দা মেরি জোবাইদা দুই দশকেরও বেশি সময় ধরে নিউইয়র্কে সমতা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করে আসছেন। তিনি একটি সম্পূর্ণ জনসমর্থনভিত্তিক (people-powered) রাজনৈতিক প্রচারণা পরিচালনা করছেন, যেখানে রিয়েল এস্টেট ডেভেলপার, কর্পোরেট পিএসি কিংবা জীবাশ্ম জ্বালানি খাতের কোনো অর্থায়ন গ্রহণ করা হয়নি বলে জানানো হয়েছে।

প্রচারণা সূত্রে আরও জানানো হয়, ব্যালটে জায়গা নিশ্চিত হওয়ার পর এখন প্রচারণার পরবর্তী ধাপ জোরদার করতে তহবিল সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের ছোট অনুদান ও সক্রিয় অংশগ্রহণই প্রচারণার মূল ভরসা।

মেরি জোবাইদার লক্ষ্য এমন একটি অন্তর্ভুক্তিমূলক নিউইয়র্ক গড়ে তোলা, যেখানে কেবল ধনী বা প্রভাবশালীদের নয়—সব নাগরিকের জন্য সমান সুযোগ, সেবা ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

কমিউনিটির সংহতি ও অংশগ্রহণের মাধ্যমে অর্জিত এই সাফল্য নিউইয়র্কের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও দেখুন

কমিউনিটির অধিকার ও সমতার পক্ষে লড়াইয়ে মেরি জোবাইদা, জরুরি তহবিল সংগ্রহ শুরু

আমেরিকা বাংলা ডেস্ক: প্রথম প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান, দীর্ঘদিনের লং আইল্যান্ড সিটি বাসিন্দা ও পরিচিত কমিউনিটি অ্যাডভোকেট …