ফুড স্ট্যাম্প বন্ধের পথে ট্রাম্প প্রশাসন — সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে বিপদে লক্ষ লক্ষ দরিদ্র পরিবার

আমেরিকা বাংলা ডেস্ক | ওয়াশিংটন, নভেম্বর ১১: যুক্তরাষ্ট্রজুড়ে কোটি মানুষের খাদ্য সহায়তা অনিশ্চিত হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসনের এক বিতর্কিত সিদ্ধান্তে।

সুপ্রিম কোর্টের সাময়িক স্থগিতাদেশের ফলে নভেম্বর মাসে পূর্ণ ফুড স্ট্যাম্প (SNAP) অর্থপ্রদান বন্ধ রাখার সুযোগ পেয়েছে ট্রাম্প প্রশাসন, আর তাতেই লক্ষ লক্ষ নিম্ন আয়ের পরিবার এখন চরম বিপদে।

মানুষের খাবার কেড়ে নিচ্ছে প্রশাসন: রোড আইল্যান্ডের একটি ফেডারেল আদালত সম্প্রতি নির্দেশ দিয়েছিল, নভেম্বর মাসে যেন সব SNAP উপকারভোগী পূর্ণ খাদ্য সহায়তা পান।

কিন্তু ট্রাম্প প্রশাসন সেই আদেশের বিরুদ্ধে আপিল করে এবং পূর্ণ অর্থ না দেওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে যায়।

শুক্রবার বিচারপতি কেতনজি ব্রাউন জ্যাকসন অস্থায়ী স্থগিতাদেশ জারি করেন — যার ফলে এখন ট্রাম্প প্রশাসন ফুড স্ট্যাম্প অর্থ আংশিকভাবে আটকে রাখতে পারবে।

এই সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র, বেকার, প্রতিবন্ধী ও একক মায়ের পরিবারগুলো — যারা প্রতিমাসে SNAP-এর টাকায় সংসার চালান।

মানবিক বিপর্যয় ঘনিয়ে আসছে: দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই মানুষ কম অর্থপ্রদান বা বিলম্বিত ভাউচার পাচ্ছেন। অনেক পরিবার জানাচ্ছেন, নভেম্বর মাসের রেশন অর্ধেকে নেমে এসেছে।

ওয়াশিংটন রাজ্যের এক উপকারভোগী বলেন, “আমার দুই সন্তান আছে। আগে ৪০০ ডলার পেতাম, এখন ২২০ ডলার দিয়েছে। এই দামে কাঁচাবাজারে টিকে থাকা অসম্ভব।”

সামাজিক সংগঠনগুলো বলছে, “এটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি মানবতার প্রশ্ন।” Feeding America নামের সংস্থা জানিয়েছে, নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রজুড়ে কমপক্ষে ২.৫ কোটি মানুষ খাদ্য ঘাটতির ঝুঁকিতে পড়বেন।

ট্রাম্প প্রশাসনের অবস্থান: ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বাজেট ঘাটতির কারণে পূর্ণ অর্থ দেওয়া সম্ভব নয়।

তারা দাবি করছেন, “এটি সাময়িক পদক্ষেপ।”কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছেন —

“যে সরকার করপোরেট ট্যাক্সে বিলিয়ন ডলার ছাড় দেয়, তারা কি গরিবদের মুখের খাবার কেড়ে নিতে পারে?”

বিরোধী নেতাদের তীব্র সমালোচনা: ডেমোক্রেট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন,

“এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের প্রকৃত মুখ উন্মোচন করেছে। তারা ধনীদের জন্য কর ছাড় রাখে, আর দরিদ্রদের জন্য খাদ্য কমায়।”

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানী মন্তব্য করেছেন,

“আমরা যেভাবে শিশুদের পুষ্টি সহায়তা বন্ধ হতে দেখছি, তা এক কথায় লজ্জাজনক। এই দেশ এমন নয় — এখানে মানুষ আগে আসে, রাজনীতি পরে।”

পরিসংখ্যান বলছে:

  • বর্তমানে SNAP সুবিধা পাচ্ছেন প্রায় ৪২ মিলিয়ন আমেরিকান।
  • পূর্ণ অর্থপ্রদান বন্ধ থাকলে ক্ষতিগ্রস্ত হবেন অন্তত ২৫টি রাজ্যের পরিবার।
  • খাবার সহায়তা কমে গেলে খুচরা বাজারে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

আরও দেখুন

যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাকে নিশানা করছে?

যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাকে নিশানা করছে?

মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে মূলত তেল রপ্তানি, মাদক পাচার ও …