মনিরামপুরে প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে- শহীদ ইকবাল হোসেন

যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ ইকবাল হোসেন

উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদ ইকবাল হোসেন বলেছেন, মনিরামপুর উপজেলার প্রত্যেকটি নেতাকর্মীকে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোটপ্রার্থনা করতে হবে। আমি আপনাদের কাছে ওয়াদা করছি আগামী সংসদ নির্বাচনে বিজয় লাভ করলে মনিরামপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

তিনি মঙ্গলবার বিকালে উপজেলা দলীয় কার্যালয় চত্বরে খেদাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অয়োজিত আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

অনুষ্ঠানে খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শামছুজ্জামান এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি একে আজাদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নিস্তার ফারুক, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমান, বিএনপি নেতা এনামুল হক সোহান, আবু সাঈদ, মাস্টার শামসুজ্জামান, আলমগীর সিদ্দিক, নজমুল শাহাদাত, আসাদ, হোসেন বিডিআর সহ খেদাপাড়া ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শত শত সাধারণ ভোটাররা।

মতবিনিময় সভা শেষে মাওলানা মহাসিন এর পরিচালনায় “গণতন্ত্রের মা” বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান আ. লীগ নেতার

  ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ …