যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সরকারি সহায়তা গ্রহণ নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ একটি তালিকা প্রকাশ করেন, যেখানে দাবি করা হয়—বিশ্বের প্রায় ১২০টি দেশের অভিবাসী পরিবারের মধ্যে কত শতাংশ পরিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সহায়তা কর্মসূচি থেকে সুবিধা নিচ্ছে।

প্রকাশিত তালিকায় খাদ্য সহায়তা (SNAP), স্বাস্থ্যসেবা (Medicaid), ভাড়া সহায়তা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হলেও, কোন কোন কর্মসূচি কীভাবে গণনা করা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত পদ্ধতি (methodology) প্রকাশ করা হয়নি।
বাংলাদেশ কত নম্বরে? প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশি অভিবাসী পরিবারের প্রায় ৫৪–৫৫ শতাংশ যুক্তরাষ্ট্রে কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা গ্রহণ করে বলে দাবি করা হয়েছে। এই হারের ভিত্তিতে তালিকায় বাংলাদেশের অবস্থান আনুমানিক ৭ম থেকে ৮ম স্থানে, অর্থাৎ শীর্ষ ১০ দেশের মধ্যেই রয়েছে।
বাংলাদেশের উপরে যেসব দেশের নাম উঠে এসেছে, সেগুলোর মধ্যে রয়েছে ভুটান, সোমালিয়া, আফগানিস্তান, কঙ্গো, গিনি ও সুদান। আর বাংলাদেশের নিচে রয়েছে পাকিস্তান, নেপাল, নাইজেরিয়া, কেনিয়া সহ আরও কয়েকটি দেশ।
উচ্চ সহায়তা গ্রহণকারী দেশ – তালিকা অনুযায়ী, সরকারি সহায়তা গ্রহণের হার সবচেয়ে বেশি দেখানো হয়েছে ভুটানের ক্ষেত্রে (প্রায় ৮১ শতাংশ)। এরপর রয়েছে সোমালিয়া (প্রায় ৭২ শতাংশ), আফগানিস্তান (প্রায় ৬৮ শতাংশ), কঙ্গো ও গিনি (প্রায় ৬৫ শতাংশ)।
মাঝামাঝি ও তুলনামূলক কম হার – পাকিস্তানের ক্ষেত্রে সহায়তা গ্রহণের হার প্রায় ৪০ শতাংশ, নেপালের ক্ষেত্রে প্রায় ৩৪ শতাংশ এবং নাইজেরিয়ার ক্ষেত্রে প্রায় ৩৩ শতাংশ দেখানো হয়েছে। কেনিয়ার হার প্রায় ২৮ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
তালিকায় অনুপস্থিত দেশ – তালিকায় ভারতসহ কয়েকটি দেশের নাম নেই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হয়েছে, এসব দেশের অভিবাসীদের সহায়তা গ্রহণের হার তুলনামূলক কম হওয়ায় তারা তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
সরকারি উৎস নিয়ে প্রশ্ন – তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই তালিকাটি যুক্তরাষ্ট্রের Census Bureau, Department of Health and Human Services (HHS) বা অন্য কোনো সরকারি পরিসংখ্যান সংস্থার অফিসিয়াল প্রকাশনা নয়। যুক্তরাষ্ট্র সরকার নিয়মিতভাবে সরকারি সহায়তা কর্মসূচি নিয়ে তথ্য প্রকাশ করলেও, দেশভিত্তিকভাবে অভিবাসীদের সহায়তা গ্রহণের হার সাধারণত প্রকাশ করা হয় না।
বিশেষজ্ঞদের মতে, স্পষ্ট সংজ্ঞা, সময়কাল ও পদ্ধতি ছাড়া এ ধরনের তালিকা বিভ্রান্তি তৈরি করতে পারে। ফলে এই তথ্যকে চূড়ান্ত সরকারি পরিসংখ্যান নয়, বরং একটি প্রকাশিত দাবি হিসেবে বিবেচনা করা উচিত।
উপসংহার – যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সরকারি সহায়তা গ্রহণ নিয়ে আলোচনার ক্ষেত্রে এখনো দেশভিত্তিক কোনো অফিসিয়াল ও যাচাইকৃত সরকারি ডেটা প্রকাশিত হয়নি। তাই সংশ্লিষ্ট তথ্য মূল্যায়নের সময় পাঠকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।