
মুহাম্মদ সোহেল রানাঃ ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানেনেটফ্লিক্সের প্রস্তাবিত ৭২ বিলিয়ন ডলারের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, নেটফ্লিক্স ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম, আর ওয়ার্নার ব্রাদার্স ও এইচবিও যুক্ত হলে তাদের বাজার দখল আরও বেড়ে যাবে—যা প্রতিযোগিতার জন্য “সমস্যা হতে পারে”।
শুক্রবার নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ঘোষণা করে যে তারা চুক্তিতে পৌঁছেছে। এর ফলে হ্যারি পটার, গেম অব থ্রোনসসহ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলো নেটফ্লিক্সে যুক্ত হবে। ট্রাম্প বলেন, তিনি এই চুক্তি পর্যালোচনায় “জড়িত থাকবেন” এবং অর্থনীতিবিদদের মতামত গুরুত্বপূর্ণ হবে।
শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, এটি চলচ্চিত্র ও বিনোদন জগতের দীর্ঘদিনের সবচেয়ে বড় চুক্তি, যা নেটফ্লিক্সকে আরও শক্তিশালী করবে। তবে চুক্তিটি এখনো প্রতিযোগিতা কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
নেটফ্লিক্স ১৯৯৭ সালে ডাকযোগে ডিভিডি ভাড়া ব্যবসা হিসেবে শুরু করেছিল। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় সাবস্ক্রিপশনভিত্তিক স্ট্রিমিং পরিষেবা। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের মাধ্যমে তারা সিনেমা ও টিভি কনটেন্টে এক নতুন শক্তিশালী অবস্থান তৈরি করবে।
নেটফ্লিক্সের বাজার শেয়ার আরও বাড়বে, যা প্রতিযোগিতাকে সীমিত করতে পারে। হ্যারি পটার, গেম অব থ্রোনস, লুনি টিউনসসহ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় দর্শকদের জন্য কনটেন্টের পরিধি বাড়বে। প্রতিযোগিতা কর্তৃপক্ষের অনুমোদন না পেলে চুক্তি আটকে যেতে পারে।
ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, এই চুক্তি শুধু বিনোদন জগত নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখন দেখার বিষয়, প্রতিযোগিতা কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় এবং নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্সের এই বিশাল চুক্তি বাস্তবায়িত হয় কিনা।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।