
আমেরিকা বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে চলমান রাজনৈতিক বিতর্ক ও জনমতের প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন অভিবাসন প্রয়োগ কৌশল পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিচ্ছে। একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) এখন আগের মতো ব্যাপক ধরপাকড় বা বৃহৎ অভিযানের পরিবর্তে গুরুতর অপরাধে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের ওপর অগ্রাধিকার দিচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম Fox News-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে কঠোর ইমিগ্রেশন অভিযানের বিরুদ্ধে জনমনে অসন্তোষ এবং রাজনৈতিক চাপ বেড়েছে। এই বাস্তবতায় স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (Department of Homeland Security – DHS) তাদের প্রয়োগ কৌশল বাস্তবসম্মতভাবে পর্যালোচনা করছে। তবে DHS বা ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে এখনো এমন কোনো ঘোষণা দেয়নি যে জনমত জরিপের ফল সরাসরি নীতিগত পরিবর্তনের কারণ।
এদিকে Associated Press ও The Guardian-সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন ইস্যুতে ভিন্নমুখী প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কোথাও সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে, আবার কোথাও স্থানীয় প্রশাসন ফেডারেল অভিবাসন অভিযানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এসব পরিস্থিতি অভিবাসন প্রয়োগে ভারসাম্য ও অগ্রাধিকার নির্ধারণের প্রয়োজনীয়তা সামনে এনেছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান বাস্তবতায় ট্রাম্প প্রশাসন একদিকে সীমান্ত নিরাপত্তা ও আইন প্রয়োগ বজায় রাখতে চাইছে, অন্যদিকে জনমত, মানবিক দিক এবং প্রশাসনিক সক্ষমতাও বিবেচনায় নিচ্ছে। ফলে ব্যাপক অভিযানের পরিবর্তে ‘টার্গেটেড এনফোর্সমেন্ট’-এর দিকে ঝোঁক বাড়ছে বলে মনে করছেন তারা।
তবে অভিবাসন আইন বা নীতিতে বড় ধরনের কোনো আনুষ্ঠানিক পরিবর্তন এখনো ঘোষণা করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে, তবে বাস্তব পরিস্থিতি ও অগ্রাধিকার বিবেচনায় কৌশলগত সমন্বয় করা হতে পারে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।