জাঁকজমকপূর্ণ হলেও শূন্য আসন— ট্রাম্পের কেনেডি সেন্টার নিয়ে বিতর্ক

জাঁকজমকপূর্ণ হলেও শূন্য আসন— ট্রাম্পের কেনেডি সেন্টার নিয়ে বিতর্ক
জাঁকজমকপূর্ণ হলেও শূন্য আসন— ট্রাম্পের কেনেডি সেন্টার নিয়ে বিতর্ক

মুহাম্মদ সোহেল রানাঃ ওয়াশিংটনের সাংস্কৃতিক কেন্দ্র জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন রূপ পাচ্ছে। তবে এই রূপান্তরকে অনেকেই বলছেন “জাঁকজমকপূর্ণ হলেও শূন্য এবং রাজনৈতিকভাবে বিভক্ত”।

ফেব্রুয়ারিতে ট্রাম্প সেন্টারের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই দীর্ঘদিনের প্রেসিডেন্ট ডেবোরা রুটারকে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়। রুটার বিদায়ের সময় সহকর্মীদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য দেন এবং পরে অন্যান্য সাংস্কৃতিক নেতাদের সঙ্গে বৈঠক করে এই পরিবর্তনকে শোকের মতো আখ্যা দেন।

ট্রাম্পের নতুন বোর্ড সেন্টারের নীতি ও অনুষ্ঠানসূচিতে বড় পরিবর্তন এনেছে। বিশেষ করে, তিনি সমালোচনা করেছেন সেন্টারে আয়োজিত ড্র্যাগ শো এবং ঘোষণা দিয়েছেন যে ভবিষ্যতে এসব অনুষ্ঠান বন্ধ হবে। ট্রাম্প বলেন, “কেনেডি সেন্টার আমেরিকার রত্ন, এখানে দেশের উজ্জ্বলতম তারকারা মঞ্চে আসবেন”।

এই পরিবর্তনের ফলে সেন্টারের সাংস্কৃতিক বৈচিত্র্য কমে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেক শিল্পী ও দর্শক মনে করছেন, সেন্টার এখন আর আগের মতো মুক্ত সাংস্কৃতিক মঞ্চ নয়, বরং রাজনৈতিক প্রভাবের কারণে শূন্য আসন এবং সীমিত দর্শক আকর্ষণ করছে।

এদিকে, আসন্ন কেনেডি সেন্টার অনার্স অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। সমালোচকরা বলছেন, ট্রাম্পের নেতৃত্বে এই অনুষ্ঠানগুলো এখন রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের মঞ্চে পরিণত হচ্ছে।

আরও দেখুন

যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাকে নিশানা করছে?

যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাকে নিশানা করছে?

মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে মূলত তেল রপ্তানি, মাদক পাচার ও …