
আমেরিকা বাংলা ডেস্ক : আমেরিকার ব্যস্ত হাইওয়ে থেকে শুরু করে শহরতলির রাস্তায় প্রতিদিন হাজারো বাংলাদেশি প্রবাসী কাজ, শিক্ষা ও পরিবারের প্রয়োজনে গাড়ি চালান। তাদের জীবনের অন্যতম অপরিহার্য অংশ ড্রাইভিং লাইসেন্স। ২০২৫ সালকে সামনে রেখে ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস (ডিএমভি) এবং বাংলাদেশ দূতাবাস থেকে জারি হওয়া নতুন নির্দেশনা এবার প্রবাসীদের জন্য এনেছে নতুন সুযোগের পাশাপাশি কিছু কঠোর সতর্কতাও। নিয়ম না জানলে ৫০০ ডলার পর্যন্ত জরিমানা, লাইসেন্স বাতিল কিংবা স্বল্পমেয়াদি জেলের শাস্তির মুখে পড়তে হতে পারে। তবে ইতিবাচক দিকও আছে—নতুন নিয়মে লাইসেন্স পাওয়া এখন আরও সহজ হয়েছে, বীমার খরচ কমেছে, আর পরীক্ষায় যুক্ত হয়েছে বাংলা ভাষার সুবিধা।
২০২৫ সাল থেকে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ইলিনয়সহ ১৯টি রাজ্যে অবৈধ অভিবাসীরাও ‘ড্রাইভিং প্রিভিলেজ কার্ড’ পাবেন। এতে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স ও বাসার প্রমাণপত্র জমা দিলেই হবে। গ্রিন কার্ড বা ভিসা ছাড়াই গাড়ি চালানো, বীমা করা এবং পুলিশ চেকপোস্টে বৈধ পরিচয় দেখানো যাবে। বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে ‘ড্রাইভিং ডকুমেন্ট ভেরিফিকেশন’ সেবা চালু করেছে, যা সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলাদেশ থেকে আনা ড্রাইভিং লাইসেন্স এখন আমেরিকায় প্রথম এক বছর বৈধ থাকলেও ২০২৫ সাল থেকে এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন শর্ত। এবার থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট (আইডিপি) বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস থেকে মাত্র ২৫ ডলারে একদিনেই এই আইডিপি পাওয়া যাবে। তবে আইডিপি ছাড়া গাড়ি চালালে ২৫০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে এখন থেকে ডিএমভি’র লিখিত পরীক্ষা বাংলায় দেওয়া যাবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় ভাষা হিসেবে বাংলা বেছে নিলেই এই সুযোগ পাওয়া যাবে। প্রস্তুতির জন্য ডিএমভি ওয়েবসাইটে বাংলা সংস্করণের হ্যান্ডবুক বিনামূল্যে ডাউনলোড করা যাবে। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ৬৫ শতাংশ বাংলাদেশি প্রবাসী প্রথমবারেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
অন্যদিকে বীমা ছাড়া গাড়ি চালানোর শাস্তি আরও কঠোর করা হয়েছে। এখন থেকে প্রথমবার ধরা পড়লে ৫০০ থেকে ১,০০০ ডলার পর্যন্ত জরিমানা ও লাইসেন্স সাময়িক স্থগিত হতে পারে। তবে বাংলাদেশি কমিউনিটি বীমা এজেন্টরা ইতোমধ্যে বিশেষ ছাড় দিচ্ছেন, যার ফলে বীমার খরচ ১৫ শতাংশ পর্যন্ত কমে যাচ্ছে।
আগামী ৭ মে ২০২৫ থেকে রিয়েল আইডি বাধ্যতামূলক হতে যাচ্ছে। এটি ছাড়া ডোমেস্টিক ফ্লাইটে উঠা বা কোনো ফেডারেল ভবনে প্রবেশ করা যাবে না। এজন্য আবেদনকারীদের পাসপোর্ট, সামাজিক নিরাপত্তা নম্বর (যদি থাকে) ও বাসার ঠিকানার দুইটি প্রমাণপত্র জমা দিতে হবে। বাংলাদেশি প্রবাসীদের সুবিধার্থে দূতাবাস বিনামূল্যে ‘আইডেন্টিটি ভেরিফিকেশন লেটার’ দিচ্ছে।
প্রবাসীদের নিরাপত্তার জন্য জরুরি সহায়তা নম্বরও হালনাগাদ করা হয়েছে। দুর্ঘটনা বা বিপদের সময় পুলিশ বা অ্যাম্বুলেন্সের জন্য ৯১১ নম্বরে যোগাযোগ করতে হবে। এছাড়া বাংলাদেশ দূতাবাসের ২৪ ঘণ্টার হেল্পলাইন +১ (২০২) ২৪৪-৫০৭১ এবং নিউ ইয়র্ক কনস্যুলেটের নম্বর +১ (২১২) ২২৭-১৫১৫ খোলা থাকবে।
সবশেষে বলা যায়, ড্রাইভিং লাইসেন্স শুধু গাড়ি চালানোর অনুমতি নয়, এটি প্রবাসীদের নিরাপত্তা, আইনি সুরক্ষা এবং পরিবারের স্বস্তির প্রতীক। ২০২৫ সালের এই নতুন নিয়মগুলো জানুন, প্রয়োজনীয় নথি ঠিক রাখুন এবং আইন মেনে চলুন। কারণ আমেরিকার রাস্তায় আপনার গাড়ি শুধু চলাচলের মাধ্যম নয়, এটি আপনার জীবনের যাত্রা—যা নিরাপত্তা ও গর্বের সঙ্গে এগিয়ে নিতে হবে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।