
রাশিয়ার ব্যাপক হামলা, শান্তি আলোচনায় অগ্রগতির দাবি যুক্তরাষ্ট্রের
মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে জানানো হলেও, বড় ধরনের সমাধান এখনও আসেনি।আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফ্রান্সে গিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন।ইউরোপীয় নেতারা ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
রাশিয়ার হামলা এবং একই সময়ে শান্তি আলোচনার অগ্রগতির দাবি এক ধরনের দ্বৈত সংকেত তৈরি করেছে। একদিকে যুদ্ধক্ষেত্রে ধ্বংসযজ্ঞ অব্যাহত, অন্যদিকে কূটনৈতিক টেবিলে সমাধানের চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি ইউক্রেনের জন্য যেমন কঠিন, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও বড় চ্যালেঞ্জ।
রাশিয়া ইউক্রেনের ওপর এক রাতের মধ্যে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, অন্তত ৬৫৩টি ড্রোন ও ৫১টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে কিছু হামলা রাজধানী কিয়েভের বাইরে ফাস্টিভ শহরের একটি রেলওয়ে হাবে আঘাত হানে, যেখানে প্রধান স্টেশন ভবন ধ্বংস হয় এবং ট্রেনের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
একই সময়ে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা ফ্লোরিডায় অনুষ্ঠিত আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন। তারা রাশিয়াকে দীর্ঘমেয়াদি শান্তির জন্য “গুরুতর প্রতিশ্রুতি” দেখানোর আহ্বান জানিয়েছেন। রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও পরিবহন ব্যবস্থাকে প্রধান লক্ষ্য করছে।
ফাস্টিভ শহরের রেল হাব ধ্বংস হওয়াকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি “সামরিক দৃষ্টিকোণ থেকে অর্থহীন” বলে মন্তব্য করেছেন। হামলার ফলে দেশজুড়ে এয়ার রেইড সাইরেন বাজানো হয়, নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করা হয়।
মার্কিন দূত মস্কোতে গিয়ে ক্রেমলিনকে আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন, তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো বড় ধরনের ছাড়ের ইঙ্গিত পাওয়া যায়নি।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।