
মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বিরুদ্ধে ভেনেজুয়েলার উপকূলে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় দ্বিতীয়বার হামলা চালিয়ে বেঁচে যাওয়া ব্যক্তিদের হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং ট্রাম্প প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।
প্রথম হামলায় দুইজন বেঁচে গেলেও, হেগসেথের নির্দেশে দ্বিতীয়বার হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, হেগসেথ নাকি নির্দেশ দিয়েছিলেন—“সবাইকে মেরে ফেলো”।
সেনেটর ক্রিস ভ্যান হোলেন ও টিম কেইন বলেছেন, যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে এটি যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। হেগসেথ এই প্রতিবেদনকে “ভুয়া সংবাদ” বলে দাবি করেছেন, আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি তাকে ১০০% বিশ্বাস করি”।
যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবিয়ান সাগরে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একাধিক নৌকা হামলা চালিয়েছে।সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৮০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।
এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও উদ্বেগ প্রকাশ করেছে। আইনপ্রণেতারা এখন তদন্তের দাবি জানাচ্ছেন, যাতে স্পষ্ট হয় এই হামলাগুলো আইনি নীতিমালার মধ্যে পড়ছে কিনা।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।