হন্ডুরাসে ভোটযুদ্ধ: ট্রাম্প-সমর্থিত প্রার্থী সামান্য এগিয়ে

হন্ডুরাসে ভোটযুদ্ধ: ট্রাম্প-সমর্থিত প্রার্থী সামান্য এগিয়ে

মুহাম্মদ সোহেল রানাঃ হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন এক রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া ন্যাশনাল পার্টির প্রার্থী নাসরি আসফুরা সামান্য এগিয়ে রয়েছেন। তবে প্রতিদ্বন্দ্বী লিবারেল পার্টির প্রার্থী সালভাদর নাসরালা খুব কাছাকাছি অবস্থানে থাকায় চূড়ান্ত ফলাফল এখনো অনিশ্চিত।ভোট গণনা প্রায় ৪০ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। আসফুরা পেয়েছেন প্রায় ৪১% ভোট, আর নাসরালা পেয়েছেন ৩৯% ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুবই কম, ফলে নির্বাচনকে “knife edge” বা সূক্ষ্ম ভারসাম্যের লড়াই বলা হচ্ছে।

আসফুরা একজন রক্ষণশীল রাজনীতিক, যিনি ট্রাম্পের প্রকাশ্য সমর্থন পেয়েছেন। ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি তার সমর্থিত প্রার্থী জয়ী না হন তবে হন্ডুরাসে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা কমিয়ে দেওয়া হবে। এই হুমকি নির্বাচনের পরিবেশকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

নাসরালা একজন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও সাবেক ভাইস প্রেসিডেন্ট, যিনি দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়। আসফুরা তার রাজনৈতিক অভিজ্ঞতা ও ট্রাম্পের সমর্থনকে কাজে লাগিয়ে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন।

চূড়ান্ত ফলাফল নির্ভর করছে বাকি ভোট গণনার ওপর। সামান্য ব্যবধানের কারণে যে কোনো প্রার্থী জয়ী হতে পারেন। এই নির্বাচন শুধু হন্ডুরাস নয়, পুরো মধ্য আমেরিকার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও দেখুন

ট্রাইবুন্যালে নিঃশর্ত ক্ষমা চাইলেন, ফজলুর রহমান ও জেড আই খান পান্না

ট্রাইবুন্যালে নিঃশর্ত ক্ষমা চাইলেন, ফজলুর রহমান ও জেড আই খান পান্না

আমেরিকা বাংলা ডেস্ক –  বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের …