সংবিধান মতেই সব হলে নির্বাচন হবে ২০২৯ সালে: হামিদুর আহাদ

আমেরিকা বাংলা ডেস্ক: আজ মঙ্গলবার ৮ দলের গণসমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সংবিধান সংক্রান্ত বিরোধিতার জবাব দেন এবং দাবি করেন, সংবিধান মেনে চললে ছাব্বিশ সালে নির্বাচন আয়োজনের কোনো বিধান নেই। তার কথায়, সংবিধান অনুযায়ী পরবর্তী জাতীয় নির্বাচন হবে উনত্রিশ সালে।

সমাবেশে হামিদুর রহমান বলেন, “যারা বলছেন সংবিধানে গণভোট নেই—তাদের জানাতে চাই, আওয়ামী লীগ কর্তৃক সংবিধান সংশোধনের মাধ্যমে যে গণভোট বাতিল করা হয়েছিল, তার দায় রয়েছে বর্তমান ক্ষমতাসম্প্রদায়ের উপর। যারা এখন বলছেন ‘সংবিধানে এটা নেই’, তারা কি শেখ হাসিনার সুরে কথা বলছেন?”

তিনি আরও প্রশ্ন তুলেন, “সংবিধানে পাঁচ বছর পর পর নির্বাচনের কথা রয়েছে। যদি ছাব্বিশে নির্বাচন করা হয়, তাহলে ছাব্বিশের পর ছাব্বিশে আবার নির্বাচন হওয়ার কোন বিধান আছে? সংবিধান অনুযায়ী নির্বাচন উনত্রিশ সালে হওয়ার কথা।”

হামিদুর রহমান আযাদ দাবি করেন, দেশের সংস্কার ও নতুন বাংলাদেশের পথযাত্রা নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রয়োজন। তাঁর বক্তব্য, নির্বাচনের আগে গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হবে না এবং সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘এই সমাজকে যদি আরও শক্তিশালী করতে, নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। নির্বাচনের আগে গণভোট দেওয়া ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

বিএনপিকে উদ্দেশ করে এ জামায়াত নেতা বলেন, ‘আপনারা আবার নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চান, বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দেবে না। সরকারকে বলতে চাই জুলাই সনদ আদেশ জারি করুন।

আরও দেখুন

শুনেছি হত্যার জন্য ৭০ জনের তালিকা করা হয়েছে: মির্জা আব্বাস

‘শুধু হাদি নয়, হত্যার জন্য ৭০ জনের তালিকা করা হয়েছে ‘

আমেরিকা বাংলা ডেস্ক – টার্গেট কিলিংয়ের উদ্দেশে একটি দল ৭০ জনের তালিকা করেছে বলে অভিযোগ করেছেন …