ভেনেজুয়েলায় সিআইএ’র ‘গোপন’ অভিযান, নতুন সংকটের আশঙ্কা

ভেনেজুয়েলায় সিআইএ’র ‘গোপন’ অভিযান, নতুন সংকটের আশঙ্কা
ভেনেজুয়েলায় সিআইএ’র ‘গোপন’ অভিযান, নতুন সংকটের আশঙ্কা

মুহাম্মদ সোহেল রানাঃ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সিআইএ গোপন অভিযান শুরু করতে যাচ্ছে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন মাদকবিরোধী যুদ্ধের অংশ হিসেবে কারাকাসে শাসন পরিবর্তনের প্রচেষ্টা চালাচ্ছে। যদিও ভেনেজুয়েলা ফেন্টানিল উৎপাদন করে না, তবুও যুক্তরাষ্ট্র এই অজুহাতকে সামনে রেখে সামরিক ও গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে চারজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই নতুন ধাপের অভিযান শুরু হতে পারে। প্রথম ধাপেই সিআইএ’র গোপন অভিযান চালানো হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রকাশ্যে বলেছেন যে তিনি ভেনেজুয়েলায় সিআইএ’র গোপন অভিযান অনুমোদন করেছেন। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন রয়েছে। এছাড়া ১৫ হাজার সেনা, ১২টি যুদ্ধজাহাজ ও ৫০টির বেশি যুদ্ধবিমান অঞ্চলটিতে অবস্থান করছে বলে ফার্স্টপোস্ট জানিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে সরাসরি চাপ সৃষ্টি করবে। তবে একই সঙ্গে এটি আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াতে পারে এবং লাতিন আমেরিকার দেশগুলোতে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।

রাশিয়ার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্রের এই ধরনের অভিযান শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই বিপর্যয় ডেকে আনতে পারে। “স্প্রিংকে অনন্তকাল চেপে রাখা যায় না, একসময় তা ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করবে,” মন্তব্য করেছেন রাশিয়ান এক সামরিক বিশ্লেষক।

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সিআইএ’র গোপন অভিযান অনুমোদন করেছে, সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে ক্যারিবীয় অঞ্চলে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও সমালোচনা বাড়ছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী আমোস হকস্টেইন সম্প্রতি বৈরুত সফরে এসে বলেছিলেন, একটি স্থায়ী যুদ্ধবিরতি “আমাদের নাগালের মধ্যে” রয়েছে। কিন্তু ইসরায়েলের সাম্প্রতিক হামলা সেই আশাকে দুর্বল করে দিয়েছে।

আরও দেখুন

যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাকে নিশানা করছে?

যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাকে নিশানা করছে?

মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে মূলত তেল রপ্তানি, মাদক পাচার ও …