
মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে এক ঘোষণায় জানিয়েছেন, তিনি ‘সব থার্ড ওয়ার্ল্ড দেশ’ থেকে অভিবাসন স্থগিত করছেন। একই সঙ্গে আফগানিস্তানসহ ১৯টি দেশের গ্রিন কার্ড আবেদন পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্ত আসে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনার পর, যেখানে একজন আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ট্রাম্প তার সামাজিক মাধ্যম পোস্টে বলেন, “আমি স্থায়ীভাবে থার্ড ওয়ার্ল্ড দেশগুলো থেকে অভিবাসন বন্ধ করব, যাতে আমাদের সিস্টেম পুনরুদ্ধার করতে পারে।” তিনি আরও দাবি করেন, সাবেক প্রশাসনের সময়ে যথাযথ যাচাই ছাড়া অভিবাসীদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।
অভিবাসন স্থগিত: সব থার্ড ওয়ার্ল্ড দেশ থেকে নতুন অভিবাসন বন্ধ। গ্রিন কার্ড পর্যালোচনা: আফগানিস্তানসহ ১৯টি দেশের স্থায়ী বাসিন্দাদের আবেদন পুনরায় যাচাই। কঠোর ব্যবস্থা: অ-নাগরিকদের জন্য ফেডারেল সুবিধা বন্ধ, নিরাপত্তা ঝুঁকিপূর্ণ বিদেশিদের বহিষ্কার এবং ‘অসামঞ্জস্যপূর্ণ’ অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের হুমকি।
এই পদক্ষেপকে অনেকেই অভিবাসন নীতিতে নতুন মাত্রা হিসেবে দেখছেন। সমালোচকরা বলছেন, এটি আন্তর্জাতিক সম্পর্ক ও মানবাধিকারের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ট্রাম্প সমর্থকরা মনে করছেন, এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।