ফেসবুকে আগের মতো ভাইরাল আর হবে না – এখন দরকার স্মার্ট কনটেন্ট স্ট্র্যাটেজি!

টেক ডেস্ক । আমেরিকা বাংলা : সাম্প্রতিক সময়ে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের অ্যালগরিদমে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর ফলে আগের মতো সহজে কোনো পোস্ট ভাইরাল হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ছবি বা ভিডিও প্রকাশ করাই এখন যথেষ্ট নয়। বরং পোস্টের ভাষা, প্রকাশের সময়, দর্শকের আচরণ, ওয়াচ টাইম, শেয়ার ও সেভের পরিমাণসহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে কনটেন্ট তৈরি না হলে কাঙ্ক্ষিত রিচ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।

ডিজিটাল মিডিয়া বিশ্লেষকেরা জানান, আজকের দিনে ভাইরাল হওয়ার জন্য প্রয়োজন হুক-ভিত্তিক ক্যাপশন, মানুষকে ভাবতে বাধ্য করে এমন গল্প বলার পদ্ধতি এবং দর্শককে ধরে রাখতে সক্ষম আকর্ষণীয় উপস্থাপন। অনেক বড় বড় পেজেও বর্তমানে লক্ষাধিক অনুসারী থাকলেও প্রতিটি পোস্টে রিচ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অ্যালগরিদম এখন শুধু এনগেজমেন্ট ও নিয়মিত দর্শকদের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ছোট ভিডিওতে প্রথম তিন সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া শেয়ার ও সেভ এখন লাইক-এর চেয়ে বেশি মূল্যবান। ফেসবুক ও ইনস্টাগ্রাম বর্তমানে রিলসকে অগ্রাধিকার দিচ্ছে; ইউটিউবও শর্টস এবং ওয়াচ টাইমকেই মূল সূচক হিসেবে বিবেচনা করছে। টিকটকও AI-নির্ভর কনটেন্ট শনাক্ত করে কম রিচ দিচ্ছে, তাই মানবিক স্পর্শসম্পন্ন কনটেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্লেষণ অনুযায়ী, ভবিষ্যতে ভাইরাল হওয়ার জন্য কনটেন্ট তৈরিতে কৌশলগত পরিকল্পনা, ট্রেন্ড সচেতনতা, নিয়মিত পোস্টিং, ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট এবং দর্শকের আবেগকে গুরুত্ব দিয়ে তৈরি করা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, “এখন ভাইরাল হবে এমন কনটেন্ট যেটি মানুষ দেখতে বাধ্য হবে, অনুভব করবে এবং শেয়ার করতে চাইবে।”

ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের জন্য এই পরিবর্তন নতুন চ্যালেঞ্জ হলেও সঠিক কৌশল গ্রহণ করলে সোশ্যাল মিডিয়ায় সফলতা পাওয়া সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা।

আরও দেখুন

যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল হলে বিপাকে পড়বেন মেলানিয়া ও ব্যারন ট্রাম্প

ইমা এলিস – নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গঅরাজ্যের এক রিপাবলিকান সিনেটর যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রস্তাব …