
মুহাম্মদ সোহেল রানাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত তারেক রহমান নির্ধারিত তারিখে দেশে ফিরবেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন।”
তারেক রহমানের দেশে ফেরার ঘোষণায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। রাজনৈতিক মহলে এ ঘটনাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও জাতীয় রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।