ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সৈন্য গুলিবিদ্ধ: নতুন তথ্য প্রকাশ

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সৈন্যদের গুলিবিদ্ধ- নতুন তথ্য প্রকাশ
ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সৈন্যদের গুলিবিদ্ধ- নতুন তথ্য প্রকাশ

মুহাম্মদ সোহেল রানাঃ ওয়াশিংটন ডিসি রাজধানীতে ন্যাশনাল গার্ডের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেফতারকৃত সন্দেহভাজন ব্যক্তির অতীত নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি একসময় আফগানিস্তানে সিআইএ-এর সঙ্গে কাজ করেছিল। ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থলে টহলরত সৈন্যদের ওপর আকস্মিক হামলার সময়। গুলিতে কয়েকজন সৈন্য আহত হয়েছেন, তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সৈন্যদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তের অতীত নিয়ে নতুন তথ্য প্রকাশ পেয়েছে। অভিযুক্ত ব্যক্তি আফগানিস্তানে মার্কিন গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তবে কীভাবে সে যুক্তরাষ্ট্রে ফিরে এসে এ ধরনের হামলায় জড়াল, তা এখনো স্পষ্ট নয়।

হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে ফ্যারাগুট ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় আফগান নাগরিক রহমানুল্লাহ লাখানওয়াল (২৯)-কে আটক করেছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ডিউটিতে থাকা গার্ড সদস্যদের লক্ষ্য করে তিনি গুলিবর্ষণ করেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তাদের বরাতে জানা গেছে, লাখানওয়াল প্রথমে এক নারী গার্ড সদস্যকে বুকে ও মাথায় গুলি করেন। এরপর আরেক গার্ড সদস্যের ওপর গুলি চালান। ঘটনাস্থলে উপস্থিত তৃতীয় এক ন্যাশনাল গার্ড সদস্য দ্রুত প্রতিরোধ গড়ে তুলে হামলাকারীকে আটক করেন। পাল্টা গুলিতে লাখানওয়ালও আহত হন এবং বর্তমানে হাসপাতালে পাহারায় চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা সঙ্কটাপন্ন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এ ঘটনার পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্তের অতীত কার্যকলাপ ও যোগাযোগগুলোও খুঁটিয়ে দেখা হচ্ছে। ওয়াশিংটন ডিসির নাগরিকরা এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন। নিরাপত্তা জোরদার করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও দেখুন

যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাকে নিশানা করছে?

যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাকে নিশানা করছে?

মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে মূলত তেল রপ্তানি, মাদক পাচার ও …