
আমেরিকা বাংলা ডেস্ক: সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া একটি বিতর্কিত “শান্তি পুরস্কার” নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম প্রকাশ্যে এই পুরস্কারকে ব্যঙ্গ করার পর বিষয়টি জাতীয় রাজনীতিতে আরও উত্তাপ সৃষ্টি করেছে। ঘটনাটি প্রথম প্রকাশিত হয় মার্কিন সংবাদমাধ্যম The Daily Beast-এ, যেখানে উল্লেখ করা হয় যে ট্রাম্পকে দেওয়া শান্তি-পুরস্কারটি কোনো আন্তর্জাতিক বা সরকারি স্বীকৃত সম্মাননা নয়, বরং একটি ছোট রক্ষণশীল সংগঠনের নিজস্বভাবে তৈরি করা পুরস্কার।
প্রতিবেদন অনুযায়ী, নিউসমের টিম মজার ছলে একটি ব্যঙ্গাত্মক “শান্তি মেডেল” ডিজাইন করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এবং সেটিকে ‘Participation Trophy’— অর্থাৎ ‘শুধু অংশগ্রহণ করায় দেওয়া পুরস্কার’ — হিসেবে তুলনা করে। নিউসমের ব্যঙ্গের মূল বক্তব্য ছিল, ট্রাম্পের এই পুরস্কার “বাস্তব শান্তিচুক্তি বা কূটনৈতিক সাফল্যের ওপর ভিত্তি করে নয়,” বরং এটি রাজনৈতিক প্রচারের একটি অংশ মাত্র।
এই ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়ার পর রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই শিবিরেই নতুন করে তর্ক-বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্প সমর্থকরা দাবি করছেন, তাঁর মেয়াদে যুক্তরাষ্ট্র কোনো নতুন বড় যুদ্ধে জড়ায়নি—এটিই তাঁর শান্তির প্রমাণ। অন্যদিকে নিউসম ও তাঁর সমর্থকরা বলছেন, যুদ্ধ না হওয়া মানেই শান্তি প্রতিষ্ঠা নয়, এবং একটি অনস্বীকৃত সংগঠনের দেওয়া পুরস্কারকে “বড় অর্জন” হিসেবে প্রচার করা মূলত একটি রাজনৈতিক নাটক। The Daily Beast–এর বিবরণ অনুযায়ী, নিউসমের উদ্দেশ্য ছিল—ট্রাম্পের এই পুরস্কারকে ঘিরে তৈরি হওয়া প্রচারকে ব্যঙ্গাত্মকভাবে চ্যালেঞ্জ করা এবং দেখানো যে এই সম্মাননার মূল্যায়ন বাস্তবে ততটা গুরুত্বপূর্ণ নয়।
পুরো ঘটনাটি এখন জাতীয় রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে, যেখানে “শান্তি পুরস্কার”টি কতটা বাস্তবসম্মত—এবং ট্রাম্পের নেতৃত্বে আদৌ কোনো বড় শান্তি অর্জন হয়েছিল কি না—সেই প্রশ্নকে ঘিরে বিতর্ক আরও তীব্র হচ্ছে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।