
মুহাম্মদ সোহেল রানাঃ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানে এবার মার্কিন নাগরিকরাও ধরা পড়ছেন। বিভিন্ন অঙ্গরাজ্যে পরিচালিত অভিযানে শতাধিক নাগরিককে ভুলভাবে আটক করার ঘটনা প্রকাশ্যে এসেছে।
মার্কিন সিনেটর ডিক ডারবিন সম্প্রতি হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোমকে পাঠানো এক চিঠিতে জানান, “২০২৫ সালের প্রথম নয় মাসে অন্তত ১৭০ জন মার্কিন নাগরিককে ভুলভাবে আটক করা হয়েছে।” তার অভিযোগ, আটক হওয়া অনেক নাগরিককে এক দিনের বেশি সময় ধরে আইনজীবী বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি।
শিকাগোতে পরিচালিত অভিযানে শুধু আগস্ট থেকে নভেম্বরের মধ্যে অন্তত ৪০ জন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনেককে রাস্তায় হাঁটার সময় বা বাজার থেকে ফেরার পথে আটক করা হয়েছে।
এদিকে, নিউ অরলিন্সে এক তরুণী নাগরিক জেসেলিন গুজম্যানকে বাড়ি ফেরার পথে মুখোশধারী ফেডারেল এজেন্টরা ধাওয়া করে আটক করে। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
অভিবাসন অধিকারকর্মীরা বলছেন, এই অভিযানগুলোতে “জাতিগত প্রোফাইলিং” করা হচ্ছে। বিশেষ করে লাতিনো ও সোমালি বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা বেশি আতঙ্কে রয়েছেন। মিনেসোটার সোমালি সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর তাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
আইনজীবীরা বলছেন, ভুলভাবে আটক হওয়া নাগরিকরা সরকারের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলোও এই অভিযানকে “অসাংবিধানিক” বলে আখ্যা দিয়েছে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।