
নুরুল্লাহ সাঈদ | আটলান্টা: মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি বড় ধরনের আর্থিক প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই (FBI)। সংস্থাটির পরিচালক জানিয়েছেন, ফেডারেল সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির অর্থ অপব্যবহার করে পরিচালিত এই চক্রের বিরুদ্ধে তদন্ত জোরদার করা হয়েছে এবং ইতোমধ্যে অতিরিক্ত জনবল ও সম্পদ মোতায়েন করা হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স–এর প্রতিবেদনে বলা হয়, এফবিআই পরিচালক স্পষ্ট করেছেন—এই তদন্ত হঠাৎ শুরু হয়নি। বরং দীর্ঘদিন ধরেই মিনেসোটায় সন্দেহজনক আর্থিক লেনদেন ও সরকারি তহবিল ব্যবহারের বিষয়ে নজরদারি চলছিল। সাম্প্রতিক সময়ে পাওয়া নতুন তথ্য ও প্রমাণের ভিত্তিতে তদন্তের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে।
কী ধরনের প্রতারণার অভিযোগ?
তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, মূলত শিশুদের জন্য বরাদ্দ খাদ্য সহায়তা ও অন্যান্য ফেডারেল সামাজিক কর্মসূচির অর্থ ভুয়া দাবি ও জাল নথির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর আগেও মিনেসোটায় একটি মামলায় প্রায় ২৫০ মিলিয়ন ডলারের ফেডারেল তহবিল জালিয়াতির ঘটনা প্রকাশ পায়, যাকে তদন্তকারীরা বৃহত্তর প্রতারণা চক্রের “শুরু মাত্র” বলে উল্লেখ করেছেন।
এফবিআই কী বলছে?
এফবিআই পরিচালক জানিয়েছেন, এই তদন্তের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সম্প্রদায়কে লক্ষ্য করা নয়; বরং আইনের শাসন নিশ্চিত করা এবং সরকারি অর্থের অপব্যবহার রোধ করা। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজব এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছে এফবিআই।
সামনে কী হতে পারে?
ফেডারেল কর্তৃপক্ষ বলছে, তদন্ত এখনো চলমান। আর্থিক নথি, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আরও অভিযোগ, গ্রেপ্তার কিংবা বিচারিক কার্যক্রম সামনে আসতে পারে।
মিনেসোটার এই ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে ফেডারেল সহায়তা কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। এফবিআই জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সময়মতো জনসমক্ষে প্রকাশ করা হবে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।