
মুহাম্মদ সোহেল রানা, আমেরিকা বাংলা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেস সদস্য মারজোরি টেলর গ্রিনের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব এখন রিপাবলিকান দলের অভ্যন্তরে বড় ধরনের বিভাজনের ইঙ্গিত দিচ্ছে। এ দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে জেফরি এপস্টেইনের গোপন ফাইল প্রকাশ নিয়ে মতবিরোধ, যা ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর হয়ে উঠেছে।
দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে জেফরি এপস্টেইন সম্পর্কিত গোপন নথি প্রকাশের দাবিকে ঘিরে। মারজোরি টেলর গ্রিন কংগ্রেসে একটি ভোটের মাধ্যমে এই ফাইলগুলো প্রকাশের জন্য চাপ দিচ্ছেন। ট্রাম্প এই উদ্যোগের বিরোধিতা করে গ্রিনকে “বিশ্বাসঘাতক” বলে আখ্যা দেন এবং তার প্রতি সমর্থন প্রত্যাহার করেন। এ ছাড়া গ্রিন ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির সমালোচনা করেন, যা ট্রাম্পের মতে “অযথা অভিযোগ” মাত্র।
ট্রাম্প Truth Social-এ গ্রিনকে “হালকা মানের কংগ্রেসওম্যান” এবং “রিপাবলিকান দলের বিশ্বাসঘাতক” বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, গ্রিন তার পরামর্শে সিনেট নির্বাচনে না দাঁড়িয়ে এখন উল্টো তার বিরোধিতা করছেন।
জবাবে গ্রিন X (সাবেক টুইটার)-এ বলেন, “সবচেয়ে ক্ষমতাধর একজন ব্যক্তি এখন আমার বিরুদ্ধে হুমকি-ধামকি দিচ্ছেন। আমি তাকে সমর্থন করেছি, কিন্তু এখন তিনি আমাকে দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করছেন যেন অন্য রিপাবলিকানরা ভয় পায়”।
এই দ্বন্দ্ব রিপাবলিকান দলে MAGA (Make America Great Again) আন্দোলনের অভ্যন্তরীণ বিভাজনকে সামনে নিয়ে এসেছে। গ্রিন দাবি করেছেন, ট্রাম্পের মন্তব্যের পর তার বিরুদ্ধে হুমকি ও হয়রানি বেড়েছে, এবং তিনি ব্যক্তিগত নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শ নিচ্ছেন। এই দ্বন্দ্ব MAGA আন্দোলনের অভ্যন্তরে বিশ্বাস ও নেতৃত্বের সংকট সৃষ্টি করেছে।
ডেমোক্র্যাটরা এই পরিস্থিতিকে “ট্রাম্পের দুর্বলতা” হিসেবে দেখছে, আর রিপাবলিকানদের মধ্যে বিভাজন আরও স্পষ্ট হচ্ছে। ডেমোক্র্যাটরা এই পরিস্থিতি নিয়ে খুশি হলেও, রিপাবলিকান শিবিরে উদ্বেগ বাড়ছে। ট্রাম্পের এই অবস্থান ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে দলের ঐক্যে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।