ইমরান খান সুস্থ আছেন: কারাগারে দেখে আসার পর জানালেন তার বোন উজমা

ইমরান খান সুস্থ আছেন: কারাগারে দেখে আসার পর জানালেন তার বোন উজমা
ইমরান খান সুস্থ আছেন: কারাগারে দেখে আসার পর জানালেন তার বোন উজমা

আমেরিকা বাংলা ডেস্ক – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় আদিয়ালা জেলে তার সঙ্গে দেখা করার পর এ তথ্য জানিয়েছেন বোন ডাঃ উজমা খানম। ইমরান খানের অবস্থা নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা-কল্পনার পর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উজমা জানান, ইমরান খান বেঁচে আছেন, তবে ‘মানসিক নির্যাতনের শিকার’ হচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় তার ভাইয়ের সঙ্গে ২০ মিনিটের বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ডাঃ খানম বলেন, ‘আলহামদুলিল্লাহ তিনি ঠিক আছেন… কিন্তু মানসিক নির্যাতনের কারণে তিনি রেগে ছিলেন। তিনি সারাদিন তার কক্ষে বন্দী থাকেন… কেবল অল্প সময়ের জন্য বাইরে বের হতে পারেন এবং কারও সাথে যোগাযোগ করতে পারেন না।’

ডাঃ উজমা খানের এ বিবৃতির ফলে ইমরান খানের অবস্থা নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনার অবসান ঘটেছে। নির্জন কারাগারে থাকা এবং মানসিক চাপের মধ্যে থাকা সত্ত্বেও, কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তিনি যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন।

এর আগে চাপের মুখে নতিস্বীকার করে পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের পক্ষ থেকে আদিয়ালা জেলে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার বোন উজমা খানকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পরেই জেলের ভিতরে প্রবেশ করেন ইমরানের বোন। প্রিয় নেতার শারীরিক অবস্থার সর্বশেষ খবর পেতে জেলের বাইরে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীরা।

আরও দেখুন

ট্রাইবুন্যালে নিঃশর্ত ক্ষমা চাইলেন, ফজলুর রহমান ও জেড আই খান পান্না

ট্রাইবুন্যালে নিঃশর্ত ক্ষমা চাইলেন, ফজলুর রহমান ও জেড আই খান পান্না

আমেরিকা বাংলা ডেস্ক –  বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের …