
মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নররা সম্প্রতি অ্যারিজোনার বিল্টমোর হোটেলে একত্রিত হয়ে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের জন্য তাদের কৌশল ঘোষণা করেছেন। লক্ষ্য একটাই—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (MAGA)’ আন্দোলনের প্রভাব মোকাবিলা করা।
বর্তমানে প্রতিনিধি পরিষদ ও সিনেট রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকায় ওয়াশিংটনে ডেমোক্র্যাটরা তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে রয়েছে। এ কারণে গভর্নররা নিজেদেরকে ডেমোক্র্যাটদের কার্যকর নেতৃত্ব হিসেবে তুলে ধরছেন। এই প্রচেষ্টার কেন্দ্রে রয়েছে ডেমোক্র্যাটিক গভর্নর্স অ্যাসোসিয়েশন (DGA), যারা জাতীয় পর্যায়ে নির্বাচনী কৌশল পরিচালনা করছে।
২০২৫ সালে নিউ জার্সির মিকি শেরিল ও ভার্জিনিয়ার অ্যাবিগেইল স্প্যানবার্গার নির্বাচনে জয়ী হওয়ার পেছনে DGA গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কানসাসের গভর্নর লরা কেলি গত চক্রে DGA-এর নেতৃত্ব দিয়েছিলেন এবং এবার তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন অন্য এক রেড-স্টেট গভর্নরের কাছে।
ডেমোক্র্যাটরা ভোটারদের কাছে ‘সাশ্রয়ী জীবনযাপন’ ও ‘অর্থনৈতিক স্বস্তি’কে প্রধান বার্তা হিসেবে তুলে ধরতে চান। জাতীয় পর্যায়ে দুর্বল হলেও রাজ্য পর্যায়ে গভর্নররা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে ট্রাম্পের নীতির বিরুদ্ধে অবস্থান নিতে চান।বিভিন্ন অঙ্গরাজ্যে একই ধরনের বার্তা দিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
যদি এই কৌশল সফল হয়, তবে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা হাউস ও সিনেটে কিছু আসন পুনরুদ্ধার করতে পারে। MAGA আন্দোলনকে মোকাবিলা করতে হলে ডেমোক্র্যাটদের বার্তা আরও স্পষ্ট ও জনমুখী হতে হবে।গভর্নরদের সক্রিয় ভূমিকা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে।
ডেমোক্র্যাট গভর্নরদের এই পরিকল্পনা স্পষ্ট করেছে যে, তারা শুধু রাজ্য নয়, জাতীয় পর্যায়েও ট্রাম্প ও MAGA আন্দোলনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে চান। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন তাই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।