ভারতীয়দের বিরুদ্ধে কড়া অবস্থান: বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে সৌদি আরব

ভারতীয় নাগরিকদের বহিষ্কারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে সৌদি আরব

আমেরিকা বাংলা ডেস্ক: ভারতীয় নাগরিকদের বহিষ্কারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে সৌদি আরব—এমন তথ্য প্রকাশ করেছে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA)। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় উপস্থাপিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো ভারতীয় নাগরিকদের তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরব, আর যুক্তরাষ্ট্র রয়েছে দ্বিতীয় অবস্থানে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০২১ থেকে ২০২৫ সময়কালে সৌদি আরব থেকে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে—বিশেষ করে সৌদি আরবে—বিপুলসংখ্যক ভারতীয় প্রবাসী শ্রমিক কর্মরত থাকায় আইন প্রয়োগ জোরদার হলে বহিষ্কারের সংখ্যাও তুলনামূলকভাবে বেশি দেখা যায়।

কেন বাড়ছে বহিষ্কার? বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে ভিসার মেয়াদ অতিক্রম, কাজের অনুমতি ছাড়া কর্মসংস্থান, স্পন্সরশিপ (কাফালা) সংক্রান্ত জটিলতা এবং স্থানীয় শ্রম ও অভিবাসন আইন লঙ্ঘন—এসব কারণেই সৌদি আরবে বহিষ্কারের ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে দেশটি অবৈধ অভিবাসন দমনে কঠোর অভিযান চালানোয় এই সংখ্যা আরও বেড়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রেও অবৈধ অভিবাসন, ভিসা শর্ত ভঙ্গ ও আশ্রয় আবেদন বাতিলের কারণে ভারতীয় নাগরিকদের বহিষ্কারের সংখ্যা বাড়ছে। তবে সরকারি হিসাব অনুযায়ী, মোট সংখ্যার বিচারে সৌদি আরব এখনও যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে।

সরকারের অবস্থান : ভারত সরকার জানিয়েছে, বহিষ্কৃত নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিকভাবে কাজ করা হচ্ছে। একই সঙ্গে প্রবাসী ভারতীয়দের স্থানীয় আইন ও ভিসা শর্ত কঠোরভাবে মেনে চলার আহ্বানও জানিয়েছে সরকার।

এই পরিসংখ্যান প্রকাশের পর প্রবাসী শ্রমিকদের অধিকার, অভিবাসন নীতি এবং মধ্যপ্রাচ্যে কর্মরত ভারতীয়দের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও দেখুন

মার্কিন নাগরিকত্ব বাতিল করেও মনোনয়ন পেলেন না জামায়াত প্রার্থী

মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে চট্টগ্রামের সাতটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হকসহ …